• ফ্লাইওভার না হলে রাস্তা ছাড়ব না! স্কুলের পোশাকেই বর্ধমানে জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের
    প্রতিদিন | ২২ জুলাই ২০২৫
  • সৌরভ মাঝি, বর্ধমান: ফ্লাইওভার না থাকার ফলে রোজদিন সমস্যায় পড়তে হয়। প্রায় দেড় কিলোমিটার ঘুরপথে স্কুলে যেতে তাদের। এতে অনেক সময় নষ্ট হয়। একদিকে যেমন কষ্ট হয়, ঠিক তেমনই অনেকটা সময় নষ্ট হয়। ফলে স্কুলে পৌঁছতে দেরি হয়। সেই অভিযোগ তুলে স্কুল ড্রেসে প্লাকার্ড হাতে ১৯ নম্বর জাতীয় সড়কে বসে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহর সংলগ্ন বর্ধমান-১ ব্লকের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের নলা তথা মেটিয়ালি ডিভিসি মোড় এলাকায়। প্রায় তিনি ঘণ্টা ধরে অবরোধ চলতে থাকে।

    পড়ুয়াদের এই অবরোধে শামিল হন স্থানীয় বাসিন্দারাও। এলাকাবাসীর অভিযোগ, ফ্লাইওভার বা আন্ডারপাশ না থাকার ফলে রোজদিন অনেক সময় নষ্ট হয়। সময় বাঁচাতে রাস্তা পারাপার করতে গেলে জীবনের ঝুঁকি থাকে। প্রাণ হাতে নিয়ে চলতে হয় তখন। এই সব অভিযোগের ফলে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের জেরে রাস্তার দু’দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। ঘটনাস্থলে যান বর্ধমান-১ ব্লকের বিডিও রজনীশ যাদব। জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরাও ঘটনাস্থলে পৌঁছন।

    এরপরেই পড়ুয়া ও এলাকাবাসীদের সঙ্গে আলোচনা করার পর ফ্লাইওভার তৈরির আশ্বাস দেওয়া হয়। এরপরেই বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা। বিডিও রজনীশ যাদব জানান, পড়ুয়াদের সমস্যার কথা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যদিও এলাকাবাসীরা জানিয়েছেন, সময়ের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। 
  • Link to this news (প্রতিদিন)