• চাকরি দেওয়ার টোপে ভিনরাজ্যে নারী পাচার! পুলিশি অভিযানে এনজেপি থেকে উদ্ধার ৫৬ যুবতী
    প্রতিদিন | ২২ জুলাই ২০২৫
  • অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: চাকরি দেওয়ার নাম করে মানব পাচারের ছক বানচাল রেল পুলিশের। ৫৬ জন তরুণীকে উদ্ধার করার পাশাপাশি দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করে জিআরপি ও আরপিএফ। পরে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

    সোমবার রাতে এনজেপি স্টেশনে এমন ঘটনায় হতবাক সকলে। প্রাথমিক তদন্তে অভিযুক্তদের পুলিশ জানতে পেরেছে, মোবাইল প্রস্তুতকারক সংস্থায় কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশকয়েকটি এলাকা থেকে ওই ৫৬ জন যুবতীকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ওই যুবতী ও তাঁদের পরিবারের সদস্যদের জানানো হয়েছিল কাজের জন্য বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে।

    সোমবার রাত ন’টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি এবং আরপিএফ ট্রেনে তল্লাশি চালানোর সময় একসঙ্গে এতজন যুবতীকে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁরা কোথায় যাচ্ছে, জানতে চাইলে যুবতীরা জানায় তাঁরা বেঙ্গালুরুতে যাচ্ছে। কিন্তু ওই যুবতীরা এমজেপি-পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে উঠায় সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের। এরপরেই তাঁদের ট্রেন থেকে নামানো হয়।

    ওই যুবতীরা জানায়, ভাটপাড়া এলাকার বাসিন্দা জিতেন্দ্র পাশওয়ান এবং শিলিগুড়ির বাসিন্দা চন্দ্রিকা তাঁদের নিয়ে যাচ্ছেন। এরপরই আটক করা হয় ওই দু’জনকে। তাঁদের কথাতে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় দু’জনকে। ৫৬ জন যুবতীকে। ট্রেন থেকে নামিয়ে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। এরপর প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারে লোকেরা এনজেপি এলে তাঁদের হাতে যুবতীদের তুলে দেওয়া হয়।

    আরপিএফের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন মিথ্যা বলে ওই যুবতীদের বিহার নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তাহলে কী কোনওভাবে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্চিল ওই যুবতীদের এই বিষয়টিও ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের।
  • Link to this news (প্রতিদিন)