২৪ ঘণ্টার ব্যবধানে প্রাণ হারালেন হুগলির দুই পর্যটক। সোমবার দিঘার দু’টি পৃথক ঘটনায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে যান দুই যুবক। তাঁদের মধ্যে একজনের দেহ উদ্ধার হয় সোমবারই, আর একজনের দেহ উদ্ধার হয় মঙ্গলবার সকালে। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে সৈকত শহর দিঘায়। স্থানীয় প্রশাসনের তরফে সমুদ্রে নামার সময় সাবধানতা অবলম্বনের জন্য পর্যটকদের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, বিপদসীমার মধ্যে না যাওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।
প্রথম ঘটনাটি ঘটে সোমবার দুপুর নাগাদ পুরনো দিঘার সি-হক ঘোলা সমুদ্র সৈকতে। তারকেশ্বর থেকে দিঘা ঘুরতে এসেছিলেন বছর পঁচিশের স্বপন মালিক। তিনি কর্মরত ছিলেন একটি বেসরকারি সংস্থায়। তিনি দিঘা মোহনা থানার উত্তর খাদাল গোবরা এলাকার মামা তপন সানার বাড়িতে এসেছিলেন বেড়াতে। স্নানের সময় হঠাৎই স্রোতের টানে তলিয়ে যান স্বপন। ঘটনার পর থেকেই দিঘা মোহনা কোস্টাল থানার উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে। অবশেষে মঙ্গলবার সকালে নিউ দিঘা সৈকতের কাছে ভেসে ওঠে তাঁর নিথর দেহ।
দ্বিতীয় ঘটনাটি ঘটে নিউ দিঘার জগন্নাথ মন্দির ঘাটের কাছে। ধনেখালি থানার বশোগ্রাম এলাকার বছর সাতাশের এক যুবক পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে এসেছিলেন দিঘায়। সোমবার দুপুরে সমুদ্রে স্নান করতে গিয়ে তিনিও জলে তলিয়ে যান। সোমবার সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ তাঁর দেহ ভেসে ওঠে ঘাটের কাছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা দেহ উদ্ধার করে দ্রুত দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন দেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে কাঁথি মহকুমা হাসপাতালে।