দিঘার জগন্নাথ ধামের মতো এবার দুর্গাঙ্গনের পরিকল্পনা। সোমবার একুশের শহিদ মঞ্চ থেকে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘জগন্নাথধামের মতো দুর্গাঙ্গন তৈরি করব, যাতে মানুষ সারা বছর সেখানে আসতে পারেন।’ তবে দুর্গাঙ্গন কোথায় গড়ে উঠবে তা এখনও প্রকাশ্যে আসেনি।
তবে প্রশাসনিক মহলের অনুমান, কলকাতা বা তার আশেপাশের অঞ্চলেই এই দুর্গাঙ্গন গড়ে উঠতে পারে। গত এপ্রিলে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে সৈকতে শহরের এক নতুন পরিচয় গড়ে উঠেছে। সৈকতের পাশাপাশি দিঘার মন্দিরে উপচে পড়ছে লক্ষ লক্ষ দর্শনার্থীদের সমাগম। এর থেকেই দুর্গাঙ্গনের ভাবনা এসেছে বলে মনে করা হচ্ছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজো। যা ইউনেস্কো থেকে হেরিটেজ তকমা পেয়েছে। অনেকের মতে সেই কারণেই দুর্গাঙ্গনের ভাবনা এসেছে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন ‘আগে বাংলা কী ছিল, আর এখন কী হয়েছে, সেটা মানুষ দেখছে। মানুষ ভাল আছে, তাই ওরা জ্বলছে। ওদের জ্বলতে দিন, আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব।’