• একুশের সমাবেশে হাজির অন্য শাহরুখ
    দৈনিক স্টেটসম্যান | ২২ জুলাই ২০২৫
  • ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে দলে দলে ধর্মতলামুখী হয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। সোমবার সকাল থেকেই বিভিন্ন সাজে ধর্মতলায় এসেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। রাস্তাঘাটে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় কাট-আউট নিয়ে নয়, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শাহরুখ খান, এমনকি মমতা ব্যানার্জি সেজেও উপস্থিত হয়েছিলেন অনেক তৃণমূল কর্মী সমর্থক।

    একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে গোটা রাজ্য থেকেই দলে দলে এসেছেন সমর্থকরা৷ তাঁদের মধ্যে একজন শাহরুখ খানের বিশেষ ভক্তকেও দেখা গেল, যাঁর ছবি ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি৷ তিনি জানান, তাঁর নাম ওয়াসিম। শাহরুখ খানের ভক্ত। এসেছেন তৃণমূলের সভায় যোগ দিতে। ধর্মতলা চত্বরে তাঁকে দেখতে ভিড় জমালেন বাকিরা। ওই যুবককে ঘিরে রীতিমতো হইচই পড়ে যায় এদিন।

    প্রতিবছরের মতো ঘাটালের বাসিন্দা লক্ষ্মীকান্ত এসেছিলেন রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সেজে। তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার যেন আরও চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই তাঁর এই বেশ। মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্পের মধ্যে ব্যক্তিগতভাবে তাঁর সবচেয়ে প্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার।

    এমনকি মমতা ব্যানার্জি সেজে নদীয়ার প্রীয়সী ধর্মতলায় পৌঁছে বিরল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য পয়সা জমা করেন এবং মুখ্যমন্ত্রী যেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো জীবন ভাণ্ডার নামে কোনও প্রকল্প চালু করেন যাতে সাধারণ মানুষের কিছুটা উপকার হয়।
    তৃণমূলের যে কোনও বড় সমাবেশ নতুন স্লোগানের জন্ম দেয়। একুশে জুলাইয়ের মঞ্চেও তার অন্যথা হলো না। সোমবার ধর্মতলার শহিদ স্মরণ মঞ্চ থেকে নতুন স্লোগানে বিরোধীদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়— ‘জব্দ হবে, স্তব্ধ হবে’, ‘আমাদের দর্শন, তোমাদের বিসর্জন’।

    শুধু মমতা কেন, চমক ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও। ধর্মতলার মঞ্চ থেকে অভিষেক ডাক দিলেন, ‘২০২১ এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি, পদ্মফুল উপড়ে ফেলা হবে’। অভিষেকের মুখে যখন এই আহ্বান, দর্শক আসন থেকে তখন হাততালির ঝড় উঠেছে। অনেক কর্মীকেই এ দিন নতুন স্লোগান দিতে দিতে সভাস্থল ছাড়তে দেখা গিয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)