• অসম মমতাদিকে চায়: সুস্মিতা দেব
    দৈনিক স্টেটসম্যান | ২২ জুলাই ২০২৫
  • ‘যেদিন থেকে মোদি সরকার কেন্দ্রে এসেছে, সেদিন থেকেই অসম-সহ গোটা দেশে বিভেদের রাজনীতি শুরু হয়েছে। অসমে বাঙালি-অসমিয়া, আদিবাসীদের মধ্যেও দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে। আমরা এনআরসি মেনে নিয়েছিলাম, কিন্তু ছয় বছর ধরে শুধু কাগজ দেখিয়ে যাচ্ছি, কিছুই ফল হয়নি।

    আজ দেশের সবচেয়ে বড় ডিটেনশন ক্যাম্প রয়েছে অসমে। ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এনআরসির তালিকা থেকে। এটা কি ন্যায্য?
    এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তিনি শুধু বাংলার নেত্রী নন, অসমের মানুষও তাঁকে চায়, তাঁর নেতৃত্বেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)