'তৃণমূলের ২১ জুলাই একটা রাজনৈতিক রূপচর্চা, শহিদদের তাৎপর্য শেষ হয়ে গিয়েছে'
হিন্দুস্তান টাইমস | ২১ জুলাই ২০২৫
তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপির নব নির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্যসভার অধিবেশনে যোগদান করতে রবিবার সন্ধ্যায় কলকাতা ছাড়ার আগে দমদম বিমানবন্দরে তিনি বলেন, যেদিন তৃণমূল মণীষ গুপ্তকে বিধানসভার প্রার্থী করেছে সেদিনই ২১শে জুলাইয়ের তাৎপর্য তৃণমূলের কাছে শেষ হয়ে গিয়েছে। ওটা এখন রাজনৈতিক রূপচর্চার জায়গা।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শমীকবাবু বলেন, ‘এখন তৃণমূলের ২১ জুলাই একটা রাজনৈতিক রূপচর্চা। এর বাইরে কিছু নয়। ২১ জুলাইয়ের প্রাসঙ্গিকতা সে দিনই হারিয়ে গিয়েছে, যে দিন ২১ জুলাইয়ের গুলি চালানোর নির্দেশ দেওয়া একজন আমলাকে তাঁরা বিধানসভার প্রার্থী করে নির্বাচিত করেছেন, মন্ত্রী বানিয়েছেন। তার পর তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছেন। উত্তোরণের সোপান হিসাবে যে শহিদদের তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছিল তাদের আবেগের সঙ্গে, আত্মার সঙ্গে, তাঁদের পরিবার পরিজনের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল। তারা রাজনৈতিক মঞ্চ হিসাবে ওটা ব্যবহার করে। এখন আর তৃণমূলের কাছে ওই শহিদদের কোনও তাৎপর্য নেই।’
বলে রাখি, তৃণমূলের ২১ জুলাইয়ের পালটা রাজ্যের ২ প্রধান শহর শিলিগুড়ি ও খড়গপুরে ২টি বড় কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে খড়গপুরে শহিদ শ্রদ্ধাঞ্জলি সভায় নেতৃত্ব দিচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে নেতৃত্ব দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।