নাগরিকত্বের নামে টাকা তুলছেন শান্তনু, ২১-এর মঞ্চ থেকে বিস্ফোরক মমতাবালা
হিন্দুস্তান টাইমস | ২১ জুলাই ২০২৫
নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। শনিবার তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে আয়োজিত ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও মতুয়া নেত্রী মমতাবালা ঠাকুর। সেখান থেকে সরাসরি এই বিস্ফোরক অভিযোগ আনেন তিনি।
মমতাবালা অভিযোগ করেন, নাগরিকত্ব দেওয়ার নামে বিজেপি মতুয়াদের ঠকাচ্ছে। শান্তনু ঠাকুর বিশ্বাসঘাতকতা করছেন। সরাসরি টাকা নেওয়া হচ্ছে। মতুয়াদের পাশে থাকার কথা বলছে বিজেপি। কিন্তু, ওরা শুধু প্রতিশ্রুতি দেয়, কিছুই করে না। মমতাবালার আরও অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এনআরসি ও সিএএ নিয়ে প্রচার ছিল বিভ্রান্তিকর। তাঁর কথায়, বিজেপি সরকার নাগরিকত্ব দেওয়ার নামে শুধু বিভ্রান্তি ছড়িয়েছে। আসলে বিজেপি চাইছে মতুয়াদের ভোট, নাগরিকত্ব নয়। শান্তনু ঠাকুর নিজেই আজ মতুয়া সমাজে বিভাজন তৈরি করছেন বলে অভিযোগ করেন মমতা বালা।
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ২০২৬ সালের বিধানসভা ভোট যত এগোচ্ছে, মতুয়া ভোট ব্যাঙ্ক ঘিরে দুই রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির লড়াইও ততই জোরদার হচ্ছে। বিশেষ করে ঠাকুরনগর ও সংলগ্ন এলাকা যেখানে মতুয়া ভোট প্রভাব ফেলে একাধিক আসনে, সেই প্রেক্ষিতে এই মন্তব্য কার্যত বড়সড় রাজনৈতিক বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে শান্তনু ঠাকুর এই অভিযোগের কী জবাব দেন, তা এখন দেখার বিষয়। বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ২১ জুলাইয়ের এই মঞ্চ থেকে মমতাবালার কটাক্ষ শান্তনুকে অস্বস্তিতে ফেলেছে।