প্রয়াত নকশাল আন্দোলনের অন্যতম মুখ আজিজুল হক, শোকপ্রকাশ মমতার
প্রতিদিন | ২১ জুলাই ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত নকশাল আন্দোলনের অন্যতম মুখ আজিজুল হক। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সোমবার দুপুর ২ টো বেজে ২৮ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। এক্স হ্য়ান্ডেলে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে পড়ে গিয়েছিলেন বামপন্থী চিন্তক, প্রাবন্ধিক, কবি আজিজুল হক। তাতেই হাত ভেঙে যায়। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সোমবার সেখানেই মৃত্যু হয় তাঁর। মুখ্যমন্ত্রী এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রবীণ রাজনীতিক আজিজুল হক’এর প্রয়াণে আমি গভীর শোক জ্ঞাপন করছি। আজিজুল হক একজন লড়াকু, সংগ্রামী নেতা ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও মাথা নত করেননি। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহযোগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।’