কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় জামিনের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিযুক্ত এক পুলিশকর্মী এবং এক হোমগার্ড। অভিযুক্ত ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তাঁদের তরফে জামিনের আবেদন জানান আইনজীবী রুদ্রদীপ্ত নন্দী এবং অর্ককুমার নাগ। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ আবেদন গ্রহণ করে দ্রুত শুনানির অনুমতিও দিয়েছেন। মঙ্গলবার এই মামলার শুনানি নির্ধারিত হয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল। ওই সময়েই ভোট পরবর্তী হিংসায় পূর্ব কলকাতার কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। পরিবারের অভিযোগ, ফল প্রকাশের পরেই গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে মেরে ফেলা হয় অভিজিৎকে। প্রথমে নারকেলডাঙা থানার পুলিশ ওই ঘটনার তদন্ত চালাচ্ছিল। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
সম্প্রতি এই মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দেয় সিবিআই। গত ১৮ জুলাই থেকে রত্না সরকার ও দীপঙ্কর দেবনাথ জেল হেফাজতে রয়েছেন। গত শুক্রবার নিম্ন আদালত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয়। সেই সময় বিচারক মন্তব্য করেন, ‘রক্ষকই যদি ভক্ষক হয়ে যান, তবে সমাজ কোথায় যাবে?’ বর্তমানে মামলার অন্যতম অভিযুক্ত দুই পুলিশকর্মী জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় মামলাটির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। আগামী শুনানিতে হাইকোর্ট কী রায় দেয়, তা নিয়ে যথেষ্ট আগ্রহ দেখা দিয়েছে আইন মহলে।