তৃণমূলে ফিরে ‘খোলা হাওয়ায় শ্বাস’ নিচ্ছেন রূপাঞ্জনা
দৈনিক স্টেটসম্যান | ২১ জুলাই ২০২৫
২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ২০২৫–এর একুশে জুলাইয়ের মঞ্চে যোগ দিয়ে ফের একবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটার বার্তা দিয়েছেন তিনি। রূপাঞ্জনা জানিয়েছেন, তৃণমূলে ফিরে এসে তাঁর মনে হচ্ছে তিনি যেন স্বর্গে রয়েছেন। খোলা হাওয়ায় শ্বাস নিতে পারছেন।
বিজেপিতে যোগদানের পর কাজ পাচ্ছেন না বলে দাবি করেছিলেন রূপাঞ্জনা। পরে অবশ্য তিনি বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন। সেই সময় তিনি দাবি করেছিলেন, বিজেপিতে থেকে রাজনীতি করা সম্ভব নয়। বিজেপিতে থাকাকালীন তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে বলা হয়েছিল। তাই সেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। গত ডিসেম্বর মাসে রূপাঞ্জনা তৃণমূলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। ২১ জুলাই তৃণমূলের ‘শহিদ স্মরণ’ মঞ্চে যোগদানের মাধ্যমে ফের তৃণমূলে ফিরলেন রূপাঞ্জনা। তৃণমূলের ফিরে তাঁর ‘স্বর্গ লাভ’ হয়েছে বলে মনে করছেন তিনি। তাঁর কথায়, ‘কত দিন পরে খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।’
তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণে সাড়া দিয়ে একুশে জুলাইয়ের মঞ্চে হাজির হয়েছেন তিনি। আগের মতো এখনও অভিনয়ের পাশাপাশি রাজনীতি করার বার্তা দিয়েছেন রূপাঞ্জনা। পাশাপাশি, টলিউডের উন্নতির জন্য কাজ করবেন বলে জানিয়েছেন। তিনি আরও জানান, তৃণমূলের যোগদানের পর প্রথম চার বছর তিনি একুশে জুলাইয়ের মঞ্চে ছিলেন। তারপর কিছু সমস্যা হলেও বর্তমানে তৃণমূলের সঙ্গে আর কোনও মনোমালিন্য নেই। ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্ব আলোচনার মাধ্যমে দ্রুত মিটে যাবে বলে আশাবাদী রূপাঞ্জনা।