• ভোর থেকেই ধর্মতলার সভামঞ্চের সামনে থিকথিকে ভিড়
    দৈনিক স্টেটসম্যান | ২১ জুলাই ২০২৫
  • আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই একুশে জুলাইয়ের সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের আলো ফোটার আগে থেকে ভিক্টোরিয়া হাউস লাগোয়া সভামঞ্চের সামনে ভিড় জমিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। সকাল সাড়ে ৮টা পর্যন্তও শহরের রাস্তাঘাটে তেমন যানজট ছিল না। তবে বাস কম চলছে। ফলে বাসে ভিড়ও চোখে পড়ার মতো। তৃণমূল কর্মীদের পাশাপাশি রাস্তায় আছেন তারকেশ্বরগামী পুণ্যার্থীরা। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে রাস্তার মোড়ে মোড়ে।

    হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে সোমবার সকাল থেকেই ছিল তৃণমূল সমর্থকদের ভিড়। বিভিন্ন জেলা থেকে তাঁরা ট্রেনে কলকাতায় পৌঁছোচ্ছেন। তৃণমূলের ফ্লেক্স, পোস্টারে ছেয়ে গিয়েছে রাস্তাঘাট। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় কাট-আউট বসানো হয়েছে স্টেশন চত্বরে। একাধিক রাস্তায় পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। গাড়ি অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় বাস বা গণপরিবহণ বেশ কম।

    তিনতলা বিশিষ্ট এবারের সভামঞ্চটি আকারে যেমন বিশাল, তেমনই সুরক্ষা ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম মঞ্চটি মাটি থেকে ১১ ফুট, দ্বিতীয়টি ১২ ফুট এবং তৃতীয়টি ১৩ ফুট উঁচু। মঞ্চের দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৪২ ফুট। গোটা মঞ্চ ঘিরে রাখা হচ্ছে দলীয় পতাকার রঙে, তেরঙ্গা সাজে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, মূল মঞ্চে থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রথম সারির শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চে বসবেন শহিদ পরিবারের সদস্যরা এবং তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। প্রায় ৬০০ জন একসঙ্গে বসার উপযোগী এই সভামঞ্চ সম্পূর্ণ প্রস্তুত।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)