তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সভার ঠিক কয়েক ঘণ্টা আগে বীরভূমের মল্লারপুরে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা বাইতুল্লা শেখকে। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম ইয়াফর শেখ ওরফে বশির শেখ (৭০)। শনিবার মধ্যরাতে গ্রামের মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রবিবার ইয়াফর শেখকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। এদিকে এই ঘটনায় আরও পাঁচজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৮টা নাগাদ মল্লারপুরের একটি পুকুর পাড়ে বসে ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন বাইতুল্লা শেখ। সেই সময় পিছন থেকে আচমকা হামলা চালায় দুষ্কৃতীরা। পরপর তিনটি বোমা ছোঁড়া হয়। গুরুতর আহত অবস্থায় বাইতুল্লা শেখ ও আরও দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা বাইতুল্লাকে মৃত ঘোষণা করেন। আহত দুই কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার কথা জানতে পেরে শনিবার রাতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ। রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্তকারীরা তাঁদের উপর নজর রাখছেন। ওই পাঁচজনের পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।
খুনের পিছনে রাজনৈতিক কারণ, নাকি কোনও ব্যক্তিগত শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বাইতুল্লা শেখ এলাকার পরিচিত রাজনৈতিক মুখ ছিলেন। তিনি মল্লারপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধক্ষ। তাঁর স্ত্রী বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। নিহতের স্ত্রী বলেন, ‘এক বছর আগে থেকেই বাইতুল্লা শেখকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। আগেও তাঁর ওপর বোমা ছোড়া হয়েছে।’
এই খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। সম্প্রতি সাঁইথিয়া থানা এলাকায় তৃণমূল নেতা পীযূষ ঘোষ খুন হন। তার রেশ কাটতে না কাটতেই ফের বাইতুল্লা শেখ খুন হওয়ায় জেলায় উত্তেজনা ছড়িয়েছে।
ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায় এই খুনের পেছনে সিপিএমের হার্মাদ বাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পুলিশ ও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীদের খুঁজে বের করে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে গোটা এলাকা পুলিশি নজরদারির মধ্যে রাখা হয়েছে।