• ফের ভুল ইঞ্জেকশনের অভিযোগ, এবার বালুরঘাট হাসপাতালে অসুস্থ একের পর এক প্রসূতি
    আজ তক | ২০ জুলাই ২০২৫
  • Balurghat Super Speciality Hospital: ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠল বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে । শুক্রবার রাতে এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন একাধিক প্রসূতি। হাসপাতাল সূত্রে খবর, প্রায় ৮ থেকে ১০ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন।

    প্রসূতিদের পরিবারের অভিযোগ, গতকাল রাতে প্রসূতিদের একটি ইনজেকশন দেওয়া হয়। তারপরই এক এক করে সবাই অসুস্থ হয়ে পড়েন। কাঁপুনির পাশাপাশি তাঁদের শ্বাসকষ্ট দেখা যায়। অনেকে ছটফট করতে থাকেন৷ সৌমেন দাস নামে হাসপাতালে ভর্তি এক প্রসূতির স্বামী বলেন, ‘আমার স্ত্রীও প্রসূতি বিভাগে (Maternity Ward) ভর্তি আছে। হাসপাতালে প্রসূতিদের একটি ইনজেকশন দেওয়ার পরেই সকলেই অসুস্থ হয়ে পড়ে। এরপরই কারও কাঁপুনি শুরু হয়, আবার কারও শ্বাসকষ্ট শুরু হয়। আমরা সবাই এর প্রতিবাদ করি। তখন আমাদেরকে বের করে দেওয়া হয়।’

    বিষয়টি জানতে পেরেই রাতেই হাসপাতালে ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যরা। হাসপাতালে আসেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আসেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশবাহিনী। অসুস্থদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। মধ্যরাতে দু’জনকে সিসিইউতে ট্রান্সফার করা হয়েছে। কি থেকে ওই প্রসূতিরা অসুস্থ হলেন তা সরেজমিনে খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    উল্লেখ্য, এর আগে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন কাণ্ডে শিরোনামে চলে আসে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। চলতি বছরের ৪ জানুয়ারি, মেদিনীপুর মেডিক্যালে পাঁচ প্রসূতি সন্তানের জন্ম দেন। তাঁরা হলেন রেখা সাউ, মামণি রুইদাস, মাম্পি সিং, মিনারা বিবি এবং নাসরিন খাতুন। নাসরিনই ছিলেন সর্বকনিষ্ঠ। অভিযোগ, মেয়াদোত্তীর্ণ রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। সন্তান জন্ম দেওয়ার পরপরই মৃত্যু হয় মামণির। বাকি চারজনের অবস্থা ক্রমশ আশঙ্কাজনক হয়ে ওঠে। একমাত্র রেখা ওই হাসপাতালে থেকে সুস্থ হয়ে ওঠেন। বাকি মাম্পি, মিনারা এবং নাসরিনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। টানা চিকিৎসায় মাম্পি, মিনারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
     

     
  • Link to this news (আজ তক)