তিনগুণ বাড়ল ডুরান্ড কাপের পুরস্কার মূল্য, টিকিট বন্টন নিয়ে স্বচ্ছতার আশ্বাস, কত টিকিট পাবে ইস্ট-মোহন
আজকাল | ১৯ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ডুরান্ড কাপের ঢাকে কাঠি পড়ে গেল। বৃহস্পতিবার ফোর্ট উইলিয়ামে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল ট্রফি। ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর হাতে বল তুলে দেওয়া হয়। এই নিয়ে ষষ্ঠবার কলকাতায় আয়োজিত হতে চলেছে ঐতিহ্যশালী টুর্নামেন্টে। মোট পাঁচ রাজ্যে হবে ডুরান্ড কাপ। ২৩ জুলাই কলকাতায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত কয়েকবছর ধরে টিকিট বন্টন নিয়ে সমস্যা হচ্ছে। দুই প্রধানের দাবি, যথাযথ টিকিট তাঁদের কাছে পৌঁছয় না। যায় ফলে ডুরান্ড ডার্বির টিকিট নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অসন্তোষ প্রকাশ করে ইস্ট-মোহন। এবার টিকিট বন্টন নিয়ে মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জানিয়ে দেন কলকাতার চার ক্লাব ম্যাচ প্রতি কত টিকিট পাবে।
যুবভারতীতে ডার্বি ছাড়া অন্যান্য ম্যাচে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান এবং ডায়মন্ড হারবার ক্লাব ৫০০০ সাধারণ টিকিট পাবে। কিউআর প্লাজার ২০০ টিকিট দেওয়া হবে। ফ্রি সিটিং ৫০ টিকিট। বক্স ২০। ভিআইপি গাড়ি পার্কিং চারটে। আইওসি গাড়ি পার্কিং ১৫। আইএফএ ১২০০ সাধারণ টিকিট পাবে। প্লাজার ১০০ টিকিট দেওয়া হবে। ফ্রি সিটিং ২৫। বক্স পাঁচ। ভিআইপি গাড়ি পার্কিং তিন। আইওসি গাড়ি পার্কিং ১০। ডার্বিতে কলকাতার চার ক্লাব ৫০০০ সাধারণ টিকিট পাবে। কিউআর প্লাজার ১৫০ টিকিট। ফ্রি সিটিং ৫০। বক্স ১৫। ভিআইপি গাড়ি পার্কিং চার। আইওসি গাড়ি পার্কিং ১৫। ডার্বিতে অন্যান্য দলগুলোকে ৫০০ করে টিকিট দেওয়া হবে। কিশোর ভারতীর ম্যাচে ২০০০ সাধারণ টিকিট পাবে কলকাতার চার ক্লাব। বক্সের ৩০ টিকিট দেওয়া হবে। আপার টায়ারের ২০০ টিকিট। আইএফএ ৫০০০ সাধারণ টিকিট পাবে। বক্সের ২০টি টিকিট দেওয়া হবে। আপার টায়ারের ১০০ করে পাবে। ক্রীড়ামন্ত্রী জানান, আগের বছরও সমসংখ্যক টিকিট দেওয়া হয়েছিল ক্লাবগুলোকে। ডার্বিতে ফুল হাউজ চাইছে রাজ্য সরকার এবং ডুরান্ড কমিটি। তাই ৬৫ হাজার টিকিট বাজারে ছাড়ার কথা জানানো হয়।
এবার ডুরান্ড কাপের পুরস্কার মূল্য প্রায় তিনগুণ বাড়ানো হয়েছে। ১.২ কোটির জায়গায়, ৩ কোটি প্রাইজ মানি। মোট ২৪টি দল অংশ নেবে। তারমধ্যে রয়েছে ছ'টি আইএসএলের ক্লাব এবং ছ'টি নতুন ক্লাব। কলকাতা থেকে অংশ নেবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান এবং ডায়মন্ড হারবার। আই লিগের চারটে ক্লাব খেলবে। নেপাল এবং মালয়েশিয়া থেকে দুটো বিদেশি ক্লাব অংশ নেবে। ছয় গ্রুপে ভাগ করে খেলা হবে। ১৫টি ম্যাচ কলকাতায় হবে। তারমধ্যে ৯টি হবে যুবভারতীতে। ৬টি কিশোর ভারতী স্টেডিয়ামে। ২৩ আগস্ট ফাইনাল কলকাতায়। ডুরান্ড কাপে মূল দল খেলায় না মোহনবাগান। সাধারণত জুনিয়র দল খেলে। ফাইনালে উঠলে সিনিয়র দলের কয়েকজনকে খেলানো হয়। এদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এবার ডুরান্ড কাপকে গুরুত্ব দিচ্ছে কলকাতার দলগুলো। তাই শুরু থেকেই বিদেশি খেলানোর পরিকল্পনায় ক্লাবগুলো। এবার থেকে শুরু হচ্ছে নতুন একটি নিয়ম। রাষ্ট্রপতি ভবনে বিজয়ী দলের হাতে প্রেসিডেন্টস কাপ তুলে দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্রীড়া দফতরের মুখ্য সচিব রাজেশ সিনহা। ছিলেন ডুরান্ড কমিটির চেয়ারম্যান মোহিত মালহোত্রা।