• শুরুর মাত্র তিন মাসের মধ্যেই শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক
    আজকাল | ১৯ জুলাই ২০২৫
  • এখনও তিন মাস সম্পূর্ণ হয়নি, এরমধ্যেই ফের ধারাবাহিক বন্ধের খবর। কয়েক মাস যেতে না যেতেই হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক। প্রথম থেকেই টিআরপি তালিকায় তেমনভাবে জায়গা করতে না পারায় মাত্র কয়েক মাসেই বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। এবার সেই তালিকায় শোনা যাচ্ছে স্টার জলসার আরেক ধারাবাহিকের নাম। ধারাবাহিক শুরুর পরই বড় পরিবর্তন এনেও সম্ভবত শেষ রক্ষা হল না। খুব শীঘ্রই শেষের পথে এগিয়ে যাচ্ছে স্টার জলসার 'বুলেট সরোজিনী'।

    এমনকী শিল্পী ও কলাকুশলীদের কাছেও পৌঁছেছে সেই খবর, তবে নিশ্চিত করেননি কেউই। তবে এত তাড়াতাড়ি যে এই ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে তা যেন ভাবতে পারছেন না কেউই।

    ৫ মে থেকে স্টার জলসায় শুরু হয় 'বুলেট সরোজিনী'। নতুন জুটির পাশাপাশি এই ধারাবাহিকের মাধ্যমে আবার কামব্যাক করেন শ্রীময়ী চট্টরাজ। নায়কের মায়ের চরিত্রতে দেখা যায় তাঁকে। তবে শুরুর কিছুদিনের মধ্যেই এই 'রাগিনী' চরিত্র নিয়ে নানা সমালোচনায় ভরে যায় সমাজমাধ্যম। দর্শকরা এই চরিত্রে কিছুতেই মেনে নিতে পারছিলেন না শ্রীময়ীকে। এমনকী শ্রীময়ীর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকেই। এরপর শ্রীময়ী নিজেই জানান তিনি ধারাবাহিক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এই বয়সে তিন ছেলে মেয়ের মায়ের চরিত্রে তিনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না। তাই নিজে থেকেই নাকি সরে আসেন এই ধারাবাহিক থেকে।

    এরপর 'রাগিনী' চরিত্রে অভিনয় করেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়। মল্লিকাকে অবশ্য প্রথম থেকেই দর্শক পছন্দ করতে শুরু করেন। সমাজমাধ্যমে তাঁদের পছন্দের কথা লেখেন অনুরাগীরা। নতুন জুটিকে বেশ পছন্দ করলেও টিআরপি তালিকায় তেমনভাবে জায়গা করে নিতে পারেনি ধারাবাহিক।

    এত বড় পরিবর্তন করার পরও সেইভাবে বদল আসেনি ধারাবাহিকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থা এই বিষয়ে নিশ্চিত কোনও খবর দেননি। শেষ হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে, আবার এভাবে হঠাৎ করে শেষ না করে সময়ও বদলে দেওয়া হতে পারে ধারাবাহিকের। তবে শুরুর পর থেকেই নানা বদল এসেছে এই ধারাবাহিকে। দুই নায়ক এবং এক নায়িকাকে নিয়ে গল্প শুরু হলেও পরে সেইভাবে আর দেখা যায় না এক নায়ককে।

    এখন ধারাবাহিক এক বছর চলা মানেই অনেক বড় ব্যাপার। কারণ দু-তিন মাসে হঠাৎ করেই বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। যা শিল্পী ও কলাকুশলীদের জন্য সত্যিই বেশ ভয়ের ব্যাপার। অনিশ্চয়তা যেন আরও দিন দিন বাড়ছে, টলিউড ইন্ডাস্ট্রিতে একটা বড় কর্মসংস্থানের জায়গা অবশ্যই এই ধারাবাহিক। ধারাবাহিকের মাধ্যমে বহু শিল্পী ও কলাকুশলী তাঁদের অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারেন। কিন্তু বর্তমানে যেভাবে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক তা চিন্তার কারণ হয়ে উঠেছে সকলের কাছেই। তাই ধারাবাহিক শুরুর প্রথম থেকেই টিআরপি তালিকা যেন এখন পরীক্ষার ফল প্রকাশের মত, টিআরপি যেন ঠিক করে দেয় সেই ধারাবাহিকের ভবিষ্যৎ।
  • Link to this news (আজকাল)