• পাটনার হাসপাতালে আইসিইউতে গ্যাংস্টার খুন, নিউটাউন থেকে গ্রেফতার পাঁচ অভিযুক্ত
    হিন্দুস্তান টাইমস | ১৯ জুলাই ২০২৫
  • পাটনার একটি সরকারি হাসপাতালে আইসিইউতে ঢুকে এক দুষ্কৃতীকে গুলি করে হত্যার ঘটনায় কলকাতা সংলগ্ন নিউ টাউন থেকে গ্রেফতার পাঁচ অভিযুক্ত। শনিবার ভোরে পাটনা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের ধরে ফেলে। হত্যার পর অভিযুক্তরা নিউ টাউনের একটি আবাসনে গা ঢাকা দিয়ে ছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই খবর পেয়ে সেখানে যৌথ হানা দেয় দুই রাজ্যের পুলিশ।


    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে চার জন সরাসরি খুনের ঘটনায় যুক্ত। আরেক জন খুনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন কি না, না কি বাকিদের আশ্রয় দিয়ে পালাতে সাহায্য করছিলেন তা নিয়ে তদন্ত চলছে। সব অভিযুক্তের মোবাইল ফোন ট্র্যাক করেই তাঁদের অবস্থান চিহ্নিত করে এই যৌথ অভিযান চালানো হয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে পাটনার হাসপাতালে নজিরবিহীন নিরাপত্তা ভেঙে ঢুকে পড়ে একাধিক দুষ্কৃতী। সরাসরি আইসিইউতে গিয়ে গুলি চালায় তারা। নিহত চন্দন মিশ্র নামের ওই ব্যক্তি নিজেও অপরাধ জগতে পরিচিত মুখ। তাঁর বিরুদ্ধে খুন-সহ প্রায় ২৪টি ফৌজদারি মামলা ছিল। কিছুদিন আগেই প্যারোলে ছাড়া পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেই সময়েই ঘটে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড।

    ঘটনার সময় হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৬ জনের একটি দল বাইকে এসে হাসপাতাল চত্বরে নামে। তার মধ্যে পাঁচ জন সরাসরি ভিতরে ঢুকে পড়ে, আর একজন বাইরে অপেক্ষা করে। গুলি চালিয়ে চন্দনকে খুন করার পর দুষ্কৃতীরা আতঙ্ক ছড়িয়ে পড়া রোগীদের ভিড়ের মধ্য দিয়ে চম্পট দেয়। পরে বাইকে চেপে ঘটনাস্থল ছেড়ে পালায়। এখন পর্যন্ত এই ঘটনায় মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত তৌসিফ রাজাকে আগেই পাটনা থেকে ধরা হয়েছিল। এ বার নিউ টাউন থেকে ধরা পড়া পাঁচ অভিযুক্তকে বিহারে নিয়ে গিয়ে ট্রানজিট রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)