• দুর্গাপুরের সভায় দুর্গা-কালী শরণে মোদি, ‘মা কালী ধোকলা খান না’, খোঁচা মহুয়ার
    প্রতিদিন | ১৯ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনাম অতীত! শুক্রবার দুর্গাপুরে দাঁড়িয়ে দুর্গা, কালী শরণে মোদি। নিজেকে আদ্যোপান্ত ‘বাঙালি’ প্রমাণে এই দুই দেবীর নাম শোনা গিয়েছে মোদির গলায়। তা নিয়ে এবার প্রধানমন্ত্রীকে X হ্যান্ডেলে খোঁচা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

    তিনি লেখেন, “বাংলার ভোটারদের মন জয় করতে মা কালীকে স্মরণ একটু দেরিতে করলেন প্রধানমন্ত্রী। মা কালী ধোকলা খান না। কোনওদিন খাবেন না।”

    এর আগে নয়াদিল্লির চিত্তরঞ্জন পার্ক এলাকায় মাছের বাজার বন্ধের ভিডিও শেয়ার করে সুর চড়াতে দেখা গিয়েছিল মহুয়াকে। তিনি X হ্যান্ডলে লেখেন, “নয়াদিল্লিতে বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্ক এলাকায় হুমকি দিচ্ছে বিজেপির গুন্ডারা। গত ৬০ বছরে এমন দৃশ্য দেখেননি এলাকার বাঙালিরা।” এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট শেয়ার করেন মহুয়া। সেখানেও লেখা ছিল, চিত্তরঞ্জন পার্ক সংলগ্ন এলাকায় গত ১০ দিন ধরে মাছ-মাংসের দোকান বন্ধ রয়েছে। তিনি এই ইস্যুতে আরও একটি পোস্ট করেন। লেখেন, “যে ব্যবসায়ীরা মন্দির তৈরি করেছে, তাঁদেরই দোকান বন্ধ করতে ভয় দেখাচ্ছে বিজেপির গুন্ডারা। তার ভিডিও ছড়িয়েও পড়েছ নেটদুনিয়ায়। কিন্তু এখনও কেউ গ্রেপ্তার হল না কেন? দিল্লি পুলিশ কই? নাকি আমাদের এখন জয় শ্রীরাম স্লোগান দিয়ে ধোকলা খেতে হবে শুধু?”

    সেবার অবশ্য বিজেপি দাবি করেছিল মহুয়ার শেয়ার করা ভিডিওটি ভুয়ো। তবে এবার এখনও কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের খোঁচার পালটা কোনও প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের তরফে পাওয়া যায়নি।
  • Link to this news (প্রতিদিন)