সন্দেশখালির গেস্ট হাউসে পুলিশের অভিযান, উদ্ধার কোটি, কোটি টাকার জাল নোট! গ্রেপ্তার ২
প্রতিদিন | ১৯ জুলাই ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির ধামাখালির একটি গেস্ট হাউস থেকে উদ্ধার ১০ কোটি টাকার জাল নোট। ঘটনায় গ্রেপ্তার ২। জাল নোটগুলির মধ্যে কিছু আসল টাকাও রয়েছে বলে জানা গিয়েছে। পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান পুলিশের। হোটেলটিতে সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান অধিকাংশ সময় কাটাতেন। সেই হোটেল থেকে বিপুল জাল নোট উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
হোটেলটির ২০৬ নম্বর রুম থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের জাল টাকা। ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। একজনের নাম দেবব্রত চক্রবর্তী। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা এলাকার। অপরজনের নাম সিরাজউদ্দিন মোল্লা। তাঁর বাড়ি জীবনতলা থানার অন্তর্গত মোটরদিঘি এলাকায়। সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালি ফেরিঘাটের কাছে রয়েছে হোটেল রয়্যাল। এই হোটেলটিতে একসময় শেখ শাহাজাহান ও শিবু হাজরারা প্রায় দিন থাকতেন বলে জানা গিয়েছে। হোটেলটি এখন শেখ শাহাজাহানের ঘনিষ্ঠ বাপ্পাদিত্য মণ্ডল চালান।
হোটেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ দু’জন হোটলটিতে একটি ঘর ভাড়া নেন। তাঁদের কাছে কয়েকটি ব্যাগ ছিল বলে জানা গিয়েছে। শনিবার সকালে হোটেলে তল্লাশি চালায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির একাধিক এলাকায় এখনও বহু নকল টাকা মজুদ রয়েছে। এই হোটলটির পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। শোরগোল ছড়িয়েছে সন্দেশখালিজুড়ে। পুলিশের দাবি টাকার অঙ্ক আরও বাড়তে পারে।