• ঘুড়ি নিয়ে বচসা! গুন্ডাবাহিনী দিয়ে হাওড়ার যুবককে বেধড়ক মারধর, গ্রেপ্তার প্রতিবেশী
    প্রতিদিন | ১৯ জুলাই ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: ঘুড়ি নিয়ে বিবাদ। বহিরাগতদের নিয়ে যুবককে মারধর ও বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার চুনাভাটি এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রতিবেশী-সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

    আহত যুবকের নাম সন্দীপ রায়। বয়স ৩২ বছর। তিনি চুনাভাটি লেবুখালি এলাকার বাসিন্দা। শুক্রবার বিকেলে নিজের বাড়িতে ঘুড়ি ওড়াচ্ছিলেন যুবক। সেই সময় ঘুড়িটি গিয়ে পড়ে প্রতিবেশী মনোজ সিংয়ের বাড়ি। সন্দীপ ঘুড়ি আনতে গেলে তাঁর সঙ্গে বচসা বাঁধে। প্রাথমিকভাবে বিষয়টি মিটে গেলেও অভিযোগ, রাতে ১০-১২জন বহিরাগতদের নিয়ে সন্দীপের বাড়িতে হামলা চালায়। লোহা, রড়, উইকেট, বাঁশ নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। সন্দীপের মাথায়, হাত-পায়ে আঘাত লাগে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জেলা হাসপাতালে রেফার করা হয়।

    পাড়া প্রতিবেশীদের অভিযোগ অভিযুক্ত মনোজ সিংয়ের বাড়িতে বহিরগত গুন্ডাদের যাতায়াত রয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তাঁদের ধরতে এলে অভিযুক্তরা মনোজের বাড়িতেই আশ্রয় নেয় বলেও অভিযোগ।

    সন্দীপের বাবা ভোলানাথ রায় বলেন, “ঘুড়ি নিয়ে বচসা। ছেলেকে গালিগালাজ করে। ও একটু উত্তেজিত হয়ে পড়ে। তারপর ওকে মারবেই বলে ঠিক করে মনোজ। আমি বাড়ি থেকে বেরিয়ে যেতেই অনেকজন মিলে ছেলের উপর হামলা চালায়। বউমা ও নাতিকেও ছাড়া হয়নি। ওদের মারতে মারতে বাইরে বার করে। মাথায় আঘাত করেছে। পা ভেঙে দিয়েছে।”

    প্রতিবেশী এক মহিলা বলেন,”বাইরে থেকে ১০ থেকে ১২জন ছেলে লোহা, রড়, উইকেট, বাঁশ নিয়ে হামলা চালায়। সন্দীপকে বেধড়ক মারধর করে। সামান্য এতটা বিষয় নিয়ে এত বড় গন্ডগোল। ওরা কেউই পাড়ার ছেলে নয়। বাইরে থেকে এসেছিল। এত সাহস কী করে হয়।”
  • Link to this news (প্রতিদিন)