বাঁকুড়ায় স্ত্রীকে খুনে দোষী সাব্যস্ত প্রাক্তন সেনাকর্মী, ৭ বছরের ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন বাবার
প্রতিদিন | ১৯ জুলাই ২০২৫
টিটুন মল্লিক, বাঁকুড়া: স্ত্রীকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে। সেই ঘটনায় ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল বাঁকুড়া আদালত। যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন বিচারক। স্ত্রীর মৃত্যুকালীন জবানবন্দি ও সাত বছরের নাবালক ছেলের সাক্ষ্যতেই ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হল বলে খবর।
বাঁকুড়ার ওন্দা থানার বহড়াবান্দ গ্রামের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী সমীরণ ধল্ল স্ত্রীকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরেছিল। ঘটনাটি ২০২১ সালের ২৬ এপ্রিলের। নিবেদিতা ধল্লকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পরে তিনি মারা যান। ২৭ এপ্রিল মৃতার বাপেরবাড়ির তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই প্রাক্তন সেনাকর্মীকে গ্রেপ্তার করে।
বাঁকুড়া জেলা আদালতে এই মামলার শুনানি শুরু হয়। সাক্ষ্যপ্রমাণ দেওয়া শুরু হয়। কেবল মৃতার মৃত্যুকালীন জবানবন্দি নয়, আদালতে দাঁড়িয়ে বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেয় নাবালক ছেলে। ওই নাবালক কাঁপা কাঁপা গলায় জানিয়েছিল, “আমি দেখেছি বাবা মাকে কেরোসিন তেল ঢালছে, আগুন ধরিয়ে দিচ্ছে।” তার এই সাক্ষ্যের সময় স্তব্ধ হয়ে গিয়েছিল আদালত কক্ষ। ২০২১ সালের ২৮ আগস্ট পুলিশের পক্ষ থেকে আদালতে চার্জশিট দাখিল করা হয়। সব সাক্ষ্যপ্রমাণ বিচার করে ওই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। স্ত্রীকে খুনের দায়ে প্রাক্তন সেনাকর্মীকে আজ, শনিবার যাবজ্জীবন কারাদণ্ড শোনালেন বিচারক। রায় শুনে খুশি মৃতার বাপেরবাড়ির পরিবার। “দেশের জন্য যিনি একসময় কাজ করেছেন, তিনিই বাড়ির চার দেওয়ালের মধ্যে এভাবে অমানবিক হয়ে উঠলেন। এটা ভাবতেই গা শিউরে উঠছে।” জানান এলাকাবাসীরা।