'সম্পর্ক চুকিয়েছে' আপ, শনিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন অভিষেক
আজ তক | ১৯ জুলাই ২০২৫
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে শনিবার সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগদানের কথা জানানো হয়েছে।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই ভার্চুয়াল বৈঠক। কলকাতা থেকে সেই বৈঠকে যোগ দেবেন অভিষেক।
উল্লেখ্য, ২০২৪ সালের পর এই প্রথম ইন্ডিয়া জোটের কোনও বৈঠকে যোগদান করল তৃণমূল কংগ্রেস। যদিও সংসদ অধিবেশনের আগে ডাকা বৈঠকগুলিতে তৃণমূলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রথমে ঠিক হয়েছিল, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের দিল্লির বাড়িতে ‘ইন্ডিয়া’র বৈঠক হবে। কিন্তু সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব জানান, তাঁর পক্ষে শনিবার দিল্লি যাওয়া সম্ভব নয়। তৃণমূলের তরফেও বলা হয়, যে হেতু ২১ জুলাই দলের বার্ষিক সভা, তাই তাঁদের কেউ সশরীরে বৈঠকে থাকতে পারবেন না। তার পরেই ভার্চুয়াল মাধ্যমে বৈঠকের বিষয় চূড়ান্ত হয়।
বিহারে বিধানসভা নির্বাচনের আগে কমিশন যে বিশেষ সমীক্ষা করছে, তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা এদিনের বৈঠকে। তৃণমূল-সহ বিরোধী দলগুলির আশঙ্কা, বিহারে এই সমীক্ষা বাস্তবায়িত করে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটারতালিকা থেকে বাদ পড়লে আগামী দিনে সর্বত্রই তা কার্যকর করা হবে। আগামী বছর বাংলায় বিধানসভা ভোট। পাশাপাশি ভোট রয়েছে অসম, কেরলের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে।
এদিকে, সূত্রের খবর, ইন্ডিয়া জোটের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিল কেজরিওয়ালের আপ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের এই জোটই মোদীকে সংখ্যাগরিষ্ঠতা পেতে দেয়নি। ফলে জোটের গাঁটছড়া আলগা হওয়া মানেই BJP-কে সুযোগ করে দেওয়া, অনুমান বিশেষজ্ঞ মহলের।
অন্যদিকে, রাহুল গান্ধী RSS এবং কমিউনিস্টদের একই ব্র্যাকেটে ফেলায় ফুঁসে উঠেছে CPIM। দলের সাধারণ সম্পাদক এমএ বেবি বলেন, 'লোকসভার বিরোধী দলনেতা বলেছেন আদর্শগত ভাবে RSS এবং CPIM-এর বিরুদ্ধে তিনি লড়বেন। এটা দুর্ভাগ্যজনক। আশা করব উনি মন্তব্য করার আগে আরও সচেতন হবেন। সমালোচনা হতেই পারে কিন্তু আমরা কখনওই BJP এবং কংগ্রেসকে একই আসনে বসাব না। কিন্তু উনি তা করলেন।' CPIM সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন, 'আপনি যদি সত্যি সত্যিই BJP এবং RSS-এর বিরুদ্ধে লড়তে চান তবে আপনাকে CPIM-এর সঙ্গে হাত মিলিয়েই লড়তে হবে। নাহলে সেটা মক ফাইট হয়ে যাবে।'