• পটনায় গ্যাংস্টার চন্দন মিশ্র হত্যা মামলায় নয়া মোড়, পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার শুটার
    আজ তক | ১৯ জুলাই ২০২৫
  • পটনার পারস হাসপাতালে চন্দন মিশ্র হত্যাকাণ্ডে অভিযুক্তদের সন্ধান মিলল পশ্চিমবঙ্গে। সূত্রের খবর, পটনা পুলিশ এবং STF-এর যৌথ অভিযানে বাংলা থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন খুনিদের। পুলিশের তরফে এখনও পর্যন্ত গ্রেফতারির বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি তবে জানা যাচ্ছে, শেরু সিং গিরোহের সঙ্গে জড়িত শুটারকে পাকড়াও করা সম্ভব হয়েছে। 

    জানা গিয়েছে, পটনা পুলিশ এবং STF-এর যৌথ তদন্তকারী টিম পশ্চিমবঙ্গ থেকে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সকলেই চন্দন মিশ্র হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে খবর। তবে মোট কতজন পুলিশের জালে ফেঁসেছে তা এখনও স্পষ্ট নয়। বিহার পুলিশ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলে বন্দি শেরু সিংয়ের নেটওয়ার্ক সম্পর্কে খোঁজখবর নিতেই এরাজ্যে পৌঁছেছিল। 

    সম্প্রতি পটনার পারস হাসপাতালে গুলি করে হত্যা করা হয় কুখ্যাত অপরাধী চন্দন মিশ্রকে। ৫ জন শুটার হাসপাতালের ভিতর ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পটনায়। এরপর থেকেই শুটারদের খোঁজে একের পর এক রাজ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    এডিজি কুন্দন কৃষ্ণ শুক্রবার জানিয়েছিলেন, চন্দনের হত্যা শরু সিংয়ের গ্যাংয়ের লোকজনই করেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। শেরু সিং বর্তমানে পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে জেলবন্দি। আগে শেরু এবং চন্দন অপরাধ জগতের পার্টনার ছিল। তবে বছর কয়েক আগে দু'জনের মধ্যে একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে বচসা বাধে। এরপর থেকেই শেরু সিং এবং চন্দন মিশ্রর মধ্যে দূরত্ব তৈরি হয়। 

    উল্লেখ্য, পটনার হাসপাতালের ICCU-তে ঢুকে চন্দন মিশ্রকে যাঁরা গুলি চালিয়েছিল, সেই তালিকায় একদম  সামনেই ছিল তৌসিফ। ‘রাউডি’ স্টাইলে হাতে বন্দুক নিয়ে হাসপাতালের ICCU-তে ঢোকে সে। খুন করার পর বাকিরা দৌড়ে পালালেও ধীরেসুস্থে নিজের স্টাইলে বেরিয়ে যায় তৌসিফ।


     

     
  • Link to this news (আজ তক)