মহারাষ্ট্রে কাজে গিয়ে সাত মাস ধরে জেলে গরিব মতুয়া পরিবারের দুই ভাই
দৈনিক স্টেটসম্যান | ১৯ জুলাই ২০২৫
মহারাষ্ট্রে কাজে গিয়ে এবার গ্রেপ্তার হলেন বাংলার দুই যুবক নয়ন বিশ্বাস ও মণিশঙ্কর বিশ্বাস। তাঁদের বাড়ি রানাঘাটের রায়নগর মাঠপাড়া এলাকায়। তাঁরা সম্পর্কে দুই ভাই। গত বছরের নভেম্বর মাসে সেন্টারিংয়ের কাজে গিয়েছিলেন মতুয়া পরিবারের এই দুই যুবক। কিন্তু পরের মাসে অর্থাৎ ২৭ ডিসেম্বর তাঁদের গ্রেপ্তার করে মহারাষ্ট্রের পুলিশ। এক প্রতিবেশীর মাধ্যমে পরিবারের সদস্যরা এই ঘটনার খবর পায়। গত সাত মাস হয়ে গেলেও এখনও তাঁরা ছাড়া পাননি। তাঁদের অপেক্ষায় দিন গুনছেন তাঁদের বাবা-মা নিশিকান্ত ও পুষ্পা বিশ্বাস।
রায়নগর মাঠপাড়ার বাসিন্দাদের একাংশের অভিযোগ, বাঙালি ও মতুয়া হওয়াতেই পুলিশ পরিকল্পিতভাবে তাঁদের টার্গেট করেছে। গ্রেপ্তারের পর একবার মহারাষ্ট্র পুলিশের একটি দল মণিশঙ্করকে নিয়ে রায়নগরে তদন্তে আসে। তাঁরা কিছু পরিচয়পত্র সংগ্রহ করে ফের ফিরে যায়। এরপর আর কোনও খবর মেলেনি। এই ঘটনায় উদ্বেগ বেড়েছে গোটা এলাকায়। নির্দোষ এই দুই যুবকের দ্রুত মুক্তির দাবিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।