সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে সোমবার। তার আগে শনিবার সর্বভারতীয় স্তরে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতৃত্ব ভার্চুয়াল বৈঠক করবেন। সেই বৈঠকে তৃণমূলের তরফে যোগ দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ভাবে অভিষেকের নাম জানানো হয়েছে। লোকসভা ভোটের পরে জোটের সভায় এই প্রথম থাকছে তৃণমূল। আর দলের প্রতিনিধিত্ব করবেন অভিষেক। উল্লেখ্য, প্রথমে ঠিক হয়েছিল, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের দিল্লির বাড়িতে ‘ইন্ডিয়া’র বৈঠক হবে। কিন্তু সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব জানান, তাঁর পক্ষে শনিবার দিল্লি যাওয়া সম্ভব নয়।
তৃণমূলের তরফেও বলা হয়, যেহেতু ২১ জুলাই দলের বার্ষিক সভা, তাই তাঁদের কেউ সশরীরে বৈঠকে থাকতে পারবেন না। তারপরেই ভার্চুয়াল মাধ্যমে বৈঠকের বিষয় চূড়ান্ত হয়। আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেরা ইতিমধ্যেই জানিয়েছেন, শনিবার বৈঠকে তাঁরা যোগ দেবেন। তৃণমূলের তরফে মৌখিক ভাবে ভার্চুয়াল বৈঠকে হাজির থাকার কথা জানানো হয়েছিল প্রথমে। পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত থাকার দায়িত্ব দেন অভিষেককেই।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টায় শুরু হবে বৈঠক। কলকাতা থেকে তাতে যোগ দেবেন অভিষেক। সংসদ অধিবেশনের আগে কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূলের প্রতিনিধি থাকলেও ২০২৪ সালের লোকসভা ভোটের পরে এই প্রথম ‘ইন্ডিয়া’র সভায় থাকছেন তৃণমূলের কোনও প্রতিনিধি। সেই সূত্রেই রাজনৈতিক মহলে কৌতূহল, সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে ‘দূরত্ব’ তৈরি হয়েছিল, তা কি কাটতে চলেছে? ইতিবাচক ইঙ্গিত সেই দিকেই।