ভোর থেকে ঝেঁপে বৃষ্টি শহরে, আজ ৫ জেলা কাঁপানো ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কি দুর্যোগ আরও বাড়বে?...
আজকাল | ১৬ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভোরবেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি। কয়েক ঘণ্টা পরেই মেঘ সরে হালকা রোদের দেখা। এভাবেই শুরু হয়েছে বুধবারের সকাল। রোদ-বৃষ্টির খেলায় ভোগান্তি বরং আরও বেড়েছে নিত্যযাত্রীদের। আজ দিনভর বাংলার আবহাওয়া কেমন থাকবে? আগামী সাতদিনে ভোগান্তি বাড়বে না আরও কমবে? জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে, বাংলার উপর বর্তমানে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার দোসর বঙ্গোপসাগরে নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ। আবার এটির অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। আজ, বুধবারে এই নিম্নচাপের প্রভাব কমবে। যার জেরে বাংলায় বৃষ্টির পরিমাণও কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ফলে আজ থেকে বৃষ্টির জেরে ভোগান্তি কমবে জেলায় জেলায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভোরে কলকাতায় বিক্ষিপ্তভাবে তুমুল বৃষ্টি হয়েছে। খানিকক্ষণ রোদের দেখা পাওয়া গেলেও, বেলায় আবারও ঝেঁপে বৃষ্টি নামতে পারে।
বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধুমাত্র এই জেলাগুলিতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।
আজকের পর, আপতত সতর্কতা না থাকলেও, একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতেও পারে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জল যন্ত্রণা খানিকটা কমতে পারে।
দিন কয়েক ধরেই উত্তাল ছিল সমুদ্র। নিম্নচাপের ভ্রুকুটি না থাকায়, পরিস্থিতি ফের স্বাভাবিক হতে পারে। আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। টানা ভারী বৃষ্টির জেরে সব নদীর জলস্তর বেড়েছে। পাশাপাশি ডিভিসির জল ছাড়ার কারণ দক্ষিণবঙ্গের বহু গ্রাম জলমগ্ন। বৃষ্টি কমে, রোদের দেখা মিললে, পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে। ফলে জলমগ্ন দশা থেকে নাজেহাল আর হবেন না সাধারণ মানুষ।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা। আবার শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী সপ্তাহেও উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
টানা প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। যার জেরে আগেভাগেই সতর্ক করেছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর অনেকটাই বেড়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়ে ঘুরতে গেলে পর্যটকদের আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।