প্রভাব কমছে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার! টানা বৃষ্টি থেকে কবে মিলবে রেহাই?
প্রতিদিন | ১৬ জুলাই ২০২৫
নিরুফা খাতুন: কয়েকদিনের টানা বৃষ্টিতে নাজেহাল আমজনতা। সকলেরই প্রশ্ন, কবে বদলাবে আবহাওয়া? হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমছে। ফলে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উপকূল ও সংলগ্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা উত্তর-পশ্চিম রাজস্থানের গভীর নিম্নচাপের উপর দিয়ে হামিরপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরপর উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণ বিহারের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানে প্রবেশ করেছে। উত্তর-পশ্চিম রাজস্থানে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থানেই দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে। এটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব উত্তর প্রদেশ এলাকায় ঢুকে পড়বে আগামী ২৪ ঘণ্টায়। উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। আর নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। তবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা থাকবে আকাশ। বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায়।
আজ বুধবার, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলায় চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায়। বৃহস্পতি এবং শুক্রবার থেকে ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। শনিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। শনিবার থেকে সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা।