রাখে হরি মারে কে! হুড়মুড়িয়ে বাড়ি ভাঙলেও বরাতজোরে প্রাণে বাঁচল তিন প্রজন্মের ৩ জন
প্রতিদিন | ১৬ জুলাই ২০২৫
অমিতলাল সিং দেও, মানবাজার: এরই নাম কপাল! টানা বৃষ্টিতে বাড়ি ভেঙে মাটিতে মিশে গেলেও বরাত জোরে বেঁচে গেল তিন প্রজন্মের তিনজন। বৃদ্ধ, তাঁর ছেলে ও নাতনি। তিনজনই বর্তমানে হাসপাতালে, তবে বিপন্মুক্ত।
মঙ্গলবার স্থানীয় সিভিক ভলান্টিয়ার মারফত টামনা থানা এলাকায় একটি মাটির বাড়ি ভেঙে পড়ার খবর পায় পুলিশ। প্রথমে তারা বুঝতেও পারেনি যে সেখানে ৬ জন চাপা পড়ে আছেন। সিভিক ভলান্টিয়াররা এক এক করে খলা, কাঠ ও মাটি সরানোর পর দেখেন চাপা পড়ে আছেন বেশ কয়েকজন। তড়িঘড়ি হাত চালিয়ে ভেঙে পড়া খাটিয়া থেকে বৃদ্ধ ও তাঁর নাতনিকে উদ্ধার করে। ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার হন মোট ৬ জন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। দাদু-নাতনি-সহ ওই পরিবারের তিন প্রজন্ম বেঁচে যাওয়ায় এলাকার মানুষজন বলছেন, রাখে হরি মারে কে!
প্রসঙ্গত, প্রায় ২৫ বছর ধরে বনদপ্তরের এক চিলতে জমিতে একটি মাত্র মাটির ছোট্ট ঘরে দলুই-এর সংসার। ওই বাড়ি থেকে মাইক ফুঁকলেও সামনের কোনও গ্রামে আওয়াজ পৌঁছানো যাবে কি না সন্দেহ! ফলে দুর্ঘটনার খবর থানায় পৌঁছতেও অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল।