• রেকর্ড ট্রান্সফার ফি! এফসি গোয়ার জয় গুপ্ত ইস্টবেঙ্গলে চূড়ান্ত, দেশের সবচেয়ে দামি ফুটবলারের জন্য খরচ কত?
    আনন্দবাজার | ১৬ জুলাই ২০২৫
  • দল বদলের বাজারে আরও এক ফুটবলারকে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে যোগ দিতে চলেছেন জয় গুপ্ত। গত দু’মরসুম এফসি গোয়ার হয়ে খেলা ডিফেন্ডারকে রেকর্ড পরিমাণ টাকা খরচ করে নিয়ে আসছে ইস্টবেঙ্গল। জয়কে নিয়ে লাল-হলুদ কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত চুক্তির কথা সমাজমাধ্যমে জানিয়েছেন এফসি গোয়া কর্তৃপক্ষ।

    জয়কে পেতে কত খরচ করতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। চুক্তির কথা জানালেও টাকার অঙ্ক জানাননি এফসি গোয়া কর্তৃপক্ষ। তাঁদের দাবি, আগামী মরসুমে জয়ই হতে চলেছেন সবচেয়ে দামি ভারতীয় ফুটবলার। লাল-হলুদ কর্তারা জয়কে যে কোনও মূল্যে পেতে চেয়েছিলেন। রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিতেও পিছু পা হননি তাঁরা।

    এফসি গোয়া কর্তৃপক্ষ চূড়ান্ত চুক্তির কথা জানালেও ইস্টবেঙ্গল এখনও সরকারি ভাবে কিছু জানায়নি। মার্তান্ড রায়না, রামসাঙ্গা টিলাইছুন, এডমুন্ড লালরিনডিকা, বিপিন সিংহের পর পঞ্চম ফুটবলার হিসাবে জয়কে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল। জয় যোগ দিলে ইস্টবেঙ্গলের রক্ষণের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। কোচ অস্কার ব্রুজ়োর পরামর্শ মতোই ২৩ বছরের জয়কে পেতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে ছিলেন লাল-হলুদ কর্তারা।
  • Link to this news (আনন্দবাজার)