• বড় ম্যাচের আগে ধাক্কা ইস্টবেঙ্গলে, কলকাতা লিগে হার পাঠচক্রের কাছে
    আনন্দবাজার | ১৬ জুলাই ২০২৫
  • মরসুমের শুরুতেই বেহাল দশা ইস্টবেঙ্গলের। বড় ম্যাচের আগে কলকাতা লিগে হার। মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে মামণি পাঠচক্রের কাছে ০-১ ব্যবধানে হারল লাল-হলুদ ব্রিগেড। বিনো জর্জের দলের বিরুদ্ধে পাঠচক্রের হয়ে গোল করেন ডেভিড মতলা।

    গত ম্যাচে কাস্টমসের সঙ্গে ড্র করেছিল ইস্টবেঙ্গল। এ বার পাঠচক্রের কাছে হেরেই গেল তারা। পরিকল্পনাহীন এলোমেলো ফুটবল, দুর্বল রক্ষণের মূল্য দিল ইস্টবেঙ্গল। ম্যাচের ৮৭ মিনিটে পাঠচক্রের গোলটিও ইস্টবেঙ্গলের রক্ষণের ভুল বোঝাবুঝির ফসল। ইস্টবেঙ্গলের রক্ষণের ফুটবলারদের ভুল কাজে লাগিয়ে বল নিয়ে বেরিয়ে যান ডেভিড। ইস্টবেঙ্গল গোলরক্ষক আদিত্য পাত্র এগিয়ে এসেও বাঁচাতে পারেননি।

    শুধু এই ভুলই নয়। পুরো ৯০ মিনিটই জঘন্য ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ ফুটবলারদের মধ্যে কোনও বোঝাপড়াই নেই। দলে নেই গোল করার মতো কোনও ফুটবলারও। ম্যাচের একদম শেষ দিকে সমতা ফেরানোর একটা সুযোগ অবশ্য পেয়েছিল মরিয়া ইস্টবেঙ্গল। কিন্তু পাঠচক্রের গোলরক্ষক অর্ণব দাস ইস্টবেঙ্গলের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন।

    কলকাতা প্রিমিয়ার লিগে ভাল ছন্দে রয়েছে পাঠচক্র। চারটি ম্যাচ খেলে চারটিতেই জয় পেল তারা। এখনও একটিও গোল খায়নি পাঠচক্র। প্রতি ম্যাচেই দুরন্ত পারফর্ম করছেন অর্ণব। দলের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন রক্ষণভাগের ফুটবলারেরাও।
  • Link to this news (আনন্দবাজার)