দিল্লিতে বাঙালি হেনস্থা, প্রয়োজনে আইনি পথে যাবে তৃণমূল
দৈনিক স্টেটসম্যান | ১৬ জুলাই ২০২৫
বাংলা বললেই পুশব্যাক টু বাংলাদেশ, দেশজুড়ে চলছে ‘বাঙালি-শোষণ’। ভাষার ভিত্তিতে বিতাড়িত করা হচ্ছে বাংলাদেশে। আঘাত পড়ছে বাঙালি অস্মিতায়, সুর চড়িয়ে আক্রমণাত্মক হচ্ছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যরা মঙ্গলবার দিল্লির জয় হিন্দ কলোনির বাংলা অভিবাসী শ্রমিকদের জন্য ২৪ ঘণ্টার ধরনা শেষ করেছেন। তাঁরা ওই কলোনির বাসিন্দাদের জল ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে অমানবিক জীবনযাত্রার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বসন্তকুঞ্জে প্রতিবাদ ধরনার সমাপ্তির সময়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার উপনেতা সাগরিকা ঘোষ বলেছেন, ‘জয় হিন্দ ক্যাম্পের বাসিন্দাদের একমাত্র অপরাধ হল বাংলাভাষায় কথা বলা। এখানে মানুষ অমানবিক অবস্থায় বসবাস করছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জল সমস্যা রয়েছে, রাস্তা কাদায় ভরা এবং বৃষ্টির সময় বাড়িগুলো প্লাবিত হচ্ছে। শিশু-বৃদ্ধদের নিয়ে এই ধরনের অমানবিক অবস্থায় ভারতীয় নাগরিকদের বসবাস করতে বাধ্য করা হচ্ছে।’ কেন তাঁদের সঙ্গে এমন করা হচ্ছে? প্রশ্ন করেন সাংসদ সাগরিকা ঘোষ। শাসক বিজেপি বাংলাভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে ‘অভিযান’ চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
‘যে কেউ বাংলায় কথা বললে তাঁকে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।