• কালীগঞ্জে শিশুমৃত্যুতে বাম ছাত্র-যুবদের কৃষ্ণনগর পুলিশ সুপার অফিস অভিযানে ধুন্ধুমার, জখম ৪
    প্রতিদিন | ১৬ জুলাই ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: কালীগঞ্জে উপনির্বাচনের ফলপ্রকাশের দিন বোমার আঘাতে মারা গিয়েছিল এক শিশু। সেই ঘটনায় অভিযুক্তদের সকলকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কৃষ্ণনগরে পথে নামল এসএফআই ও বাম যুব কর্মী-সমর্থকরা। কৃষ্ণনগরের পুলিশ সুপারের দপ্তর অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। অভিযোগ, পুলিশের উপর মারমুখী হয়ে ওঠেন বিক্ষোভকারীদের একাংশ। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টাও চলে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

    প্রসঙ্গত, কালীগঞ্জে মৃত শিশুর মা এদিনই জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছিলেন। সব অভিযুক্তদের গ্রেপ্তার ও যথাযথ শাস্তির দাবি তোলেন তিনি। পুলিশের পক্ষ থেকে সেই বিষয়ে তাঁকে আশ্বস্ত করা হয়। যদিও এদিন দুপুরেই এসএফআই ও ডিওয়াইএফআই-এর তরফে কৃষ্ণনগর পুলিশ সুপারের দপ্তরের অভিযানের ডাক দেওয়া হয়েছিল। এদিন দুপুরে সেই অভিযানে সামিল হন ছাত্র ও যুব সংগঠনের কর্মী-সমর্থকরা।

    এই কর্মসূচি উপলক্ষে পুলিশ সুপারের দপ্তরের বাইরেও নিরাপত্তার করাকড়ি দেখা যায়। পুলিশ সুপারের দপ্তরের অনেক আগেই মিছিল আটকাতে ব্যারিকেড করা হয়। প্রথমে বাঁশ ও লোহার ব্যারিকেড দেওয়া ছিল। এছাড়াও জলকামানের ব্যবস্থা ছিল। বিশাল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন থাকে রাস্তায়। মিছিলকে অনেক আগেই আটকে দেওয়া হয়। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগনোর চেষ্টা করেন। পুলিশ বাঁধা দিলে মারমুখী হয়ে ওঠেন বলেও অভিযোগ। ঝান্ডার লাঠি দিয়ে পুলিশকে মারা হয় বলেও অভিযোগ। এরপর আত্মরক্ষার স্বার্থে পুলিশও লাঠি উঁচিয়ে এগিয়ে যায়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরো-সহ একাধিক জিনিস ছোরা হয়। পুলিশ কিছু সময়ের মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এদিন জেলা পুলিশ সুপার ভবন অভিযান ঘিরে প্রবল উত্তেজনা ছিল এলাকায়। ঘটনায় দু’পক্ষের মোট চারজন জখম বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)