• ডিভিসির জল ঢুকে বানভাসি গ্রাম, প্রতিবাদে জিটি রোডে অবরোধ বাসিন্দাদের, তীব্র ক্ষোভ উগরে দিলেন...
    আজকাল | ১৬ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারী বৃষ্টির জেরে ভোগান্তি আর কমছে না। জল যন্ত্রণায় ভুগছেন এলাকার মানুষ। প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধান। 

    বেহাল নিকাশি ব্যবস্থা। ডিভিসি ক্যানেলের জল ডুকছে এলাকায়। চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। নিম্নচাপের জেরে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের গোয়ারা পশ্চিম পাড়া এলাকা। প্রতিবাদে মঙ্গলবার পান্ডুয়ার বৈঁচিগ্রাম সংলগ্ন জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় আধ ঘণ্টা ধরে চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ। এরপরেই সিমলাগর ভিটাসিন পঞ্চায়েতে ওই এলাকার স্থানীয় বাসিন্দা পঞ্চায়েতের প্রতিনিধি ও বিডিওর প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়। 

    স্থানীয় বাসিন্দা আনিসুল শেখের অভিযোগ, 'প্রতিবছর ডিভিসির ছাড়া জল ঢুকে আমাদের এলাকা ডুবে যায়। পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি। এবছর বর্ষায় গোটা পাড়া জলমগ্ন হয়ে গেছে। পঞ্চায়েতে জানালেও তাদের কেউ আসেনি। তাই বাধ্য হয়ে এই অবরোধ করেছি। ডিভিসির ক‍্যানেল ভেঙে গিয়ে সেই জল বালির খাদে এসে পড়ে, খাদ ভরে গিয়ে জলমগ্ন হচ্ছে এলাকা।' 

    স্থানীয় বাসিন্দা শেখ কাসেম বলেন, 'নিকাশি বন্ধ হওয়ায় পাড়ায় জল জমছে। জল বার করার ব্যবস্থা করুক পঞ্চায়েত। ডিভিসি ক্যানেলের জল গিয়ে পড়ছে বালির খাদে। বালির খাদ ভরাট হয়ে এলাকা জলমগ্ন হচ্ছে। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।' 

    আরও পড়ুন: মাত্র ৩ মিনিটের ঘূর্ণিঝড়, তছনছ হয়ে গেল রায়দিঘির একাধিক গ্রাম, মাথায় হাত ৩০ পরিবারের

    পান্ডুয়া সিমলাগড় ভিটামিন গ্রাম পঞ্চায়েতের প্রধান উজ্জ্বলা মুর্মু বলেন, 'গোয়ারা পশ্চিম পাড়া এলাকায় এই সমস্যা দীর্ঘদিনের‌। গত বছর জেসিবি দিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছিল। ডিভিসি ভেঙে এলাকা জলমগ্ন হচ্ছে। বড় ক‍্যানেল সংস্কার করা না হলে জলের সমস্যা থেকে যায়। ক্যানেল পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব নয়। জেলা পরিষদ, বিধায়ক, সাংসদ ফান্ড থেকে করলে সেটা সুবিধা হবে। আপাতত আমরা জেসিপি দিয়ে কাটিয়ে জল নামানোর ব্যবস্থা করছি। ডিভিসির ক্যানেলের জলে এলাকায় ঢুকছে। জেসিবি ডাকা হয়েছে দ্রুত কাজ শুরু হচ্ছে।' 

    এদিকে আজ, মঙ্গলবার রাজ্যের পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের বৈঠকে ডিভিসির বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্য সরকারকে না জানিয়েই লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়ছে ডিভিসি। এর জেরেই প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টির জেরে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। 

    আজকের বৈঠকে আবারও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি চিঠি লিখেছিলেন। কিন্তু তারপরেও কাজ হয়নি। এদিকে ডিভিসি একনাগাড়ে জল ছাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ শিবির, বাড়তি খাবারের ব্যবস্থার নির্দেশ দেওয়া হল জেলাশাসকদের। 

    মঙ্গলবারের নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য, 'জুনের ১৮ তারিখ থেকে ইচ্ছে মতো জল ছাড়ছে ডিভিসি। রাজ্যের কথায় গুরুত্ব দিচ্ছে না। ইতিমধ্যেই ২৭ হাজার লক্ষ কিউসেক মিটার জল ছাড়া হয়েছে। অতি বৃষ্টির ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে। প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরেও কাজ হয়নি। ডিভিসি জল ছাড়ছে, পরিস্থিতির দিকে নজর রাখুন জেলাশাসকরা। নিচু এলাকার মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরান। জেলাশাসকদের পর্যাপ্ত ত্রাণ মজুত রাখার নির্দেশ দিচ্ছি। প্লাবিত এলাকার নজরদারিতে তিনজন করে সচিব থাকবেন। ত্রাণ শিবিরে যেন খাবারের অভাব না থাকে। নজরদারির জন্য বিশেষ টিম তৈরি করতে হবে।দুর্গত এলাকাগুলিতে ওষুধ পাঠাবে স্বাস্থ্যদপ্তর।'
  • Link to this news (আজকাল)