মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, নিয়ে যাওয়া হল এসএসকেএমে
প্রতিদিন | ১৫ জুলাই ২০২৫
নব্যেন্দু হাজরা: মন্ত্রিসভার বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। সেখানেই প্রথমে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে মন্ত্রীকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ, সোমবার দুপুরে নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। বৈঠক চলাকালীন আচমকাই অসুস্থবোধ করতে থাকেন মন্ত্রী। মাথা ঘুরতে থাকে বলে খবর। মন্ত্রী অসুস্থ বোধ করছেন, সেটি সকলেরই নজরে পড়ে। তড়িঘড়ি চিকিৎসকদের ডেকে পাঠানো হয়। চিকিৎসকরা সেখানে গিয়ে দ্রুত মন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা করেন। আচমকাই মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর রক্তচাপ বেড়ে গিয়েছিল বলে খবর। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হয় সেখানেই।
মন্ত্রীর মাথা ঘুরছে বলেও জানা যায়। এরপরই বিপ্লব রায়চৌধুরীকে এসএসকেএম হাসপাতালে দ্রুত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্ন থেকে মন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়। সেখানেই মন্ত্রীর প্রাথমিক চিকিৎসা শুরু হয়। শারীরিক পরীক্ষা-নীরিক্ষাও চলে বলে খবর। বিপ্লব রায়চৌধুরী দীর্ঘ সময় ধরে রাজ্যের বিধায়ক পদে আছেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিধায়ক হিসেবে তিনি এবার জয়ী হয়েছিলেন। মন্ত্রিসভার রদবদলের পর এবার মৎস্য দপ্তরের দায়িত্ব পান তিনি।