সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মসংস্থানে বাংলা অনেকটাই এগিয়ে। সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ক্রমশ এগোচ্ছে রাজ্য। নীতি আয়োগের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নিজে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন। রাজ্যের বাসিন্দাদের অভিনন্দনও জানিয়েছেন তিনি।
নীতি আয়োগের রিপোর্ট প্রকাশিত হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২ শতাংশ। এই অনুপাত দেশের গড় বেকারত্ব ৩.২ শতাংশের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। এই রিপোর্ট অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর রাজ্যের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে কাজ করছেন। বেকার সংখ্যা কম করা, যুব সম্প্রদায়ের হাতে কাজ তুলে দেওয়া, গ্রামের মহিলাদের কাজের মধ্যে এগিয়ে আনার বার্তা বরাবর দেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সামাজিক ও আর্থিক উন্নয়নের জন্য বাংলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পও চলছে। আগেই লক্ষ্মীর ভাণ্ডার, রুপশ্রী, যুবশ্রী-সহ একাধিক প্রকল্প দেশের মধ্যে নজর কেড়েছে। এবার নীতি আয়োগের রিপোর্ট রাজ্যের কর্মসংস্থানের বার্তাকে আরও মজবুত করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।