• পিকআপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নদিয়ায় দুর্ঘটনায় মৃত্যু বিএসএফ কর্মীর
    প্রতিদিন | ১৫ জুলাই ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বিএসএফ কর্মীর। মৃত বিএসএফ কর্মীর নাম সুবলচন্দ্র দাস(৫৬)। তিনি পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা এলাকায়।

    জানা গিয়েছে, এদিন দুপুরে নিজের বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলেন সুবলচন্দ্র দাস। তিনি নদিয়ায় কাজের জন্য যাচ্ছিলেন বলে খবর। এদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি চলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কাঁচরাপাড়া থেকে হরিণঘাটার দিকে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন বলে খবর। ওই রাস্তার উপর উল্টোদিক থেকে একটি পিকআপ গাড়ি আসছিল বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাগুলি সংলগ্ন হরিণঘাটা গ্রামীণ হাসপাতালের সামনে ওই পিকআপ গাড়ির সঙ্গে ওই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক থেকে ছিটকে পড়েন তিনি।

    স্থানীয়রাই ছুটে গিয়ে ওই বিএসএফ কর্মীকে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাঁকে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। ঘাতক গাড়ি ও সেটির চালককে আটক করে পুলিশ। বৃষ্টিতে রাস্তা পিছল থাকার কারণেই কি এই দুর্ঘটনা? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের বাড়িতে খবর পাঠানো হয়।
  • Link to this news (প্রতিদিন)