শ্মশানে যাওয়ার পথেই বিপত্তি, বেপরোয়া গতির গাড়ি ও টোটোর মুখোমুখি সংঘর্ষ, যা পরিণতি হল যাত্রীদের...
আজকাল | ১৫ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের ভয়াবহ দুর্ঘটনা হুগলিতে। সপ্তাহের শুরুতে টোটো ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন একাধিক যাত্রী। ইতিমধ্যেই পুলিশ পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনাটি ঘিরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে। তবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আত্মীয়ের শেষকৃত্যে যাওয়ার পথে টোটোর সঙ্গে মারুতির সজোরে সংঘর্ষ। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই মহিলা সহ মোট পাঁচজন। দুর্ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার খন্যানে জি টি রোডে। মারুতি গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন টোটোতে থাকা তিনজন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানান্তরিত করা হয়েছে ইমামবাড়া জেলা হাসপাতালে।
আরও পড়ুন: যেন সিনেমার দৃশ্য! ইউনিফর্ম পরে রাস্তার মাঝেই চলছে লাথালাথি, চুল ধরে টানাটানি, মাটিতে ফেলে ধুমাধুম ঘুঁষি, হাততালি দিলেন বাকিরা
স্থানীয় সূত্রে জানা যায়, আজ, সোমবার দুপুর আড়াইটা নাগাদ একটি মারুতি গাড়ি জি টি রোড দিয়ে পান্ডুয়ার দিক থেকে খন্যানের দিকে যাচ্ছিল। এমন সময় একটি টোটো খন্যানের দিক থেকে পান্ডুয়া আসছিল। হঠাৎই খন্যান জি টি রোডের উপর দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় টোটো ও মারুতি গাড়ির সামনের অংশ।
পান্ডুয়ার তোরগ্রামের কাটাগরের বাসিন্দা মনসুর আলি টোটোটি চালাচ্ছিলেন। গুরুতরভাবে আহত হয়েছেন তিনি। তাঁর মাথায় ও মুখে আঘাত লাগে। টোটোতে চেপেছিলেন জাহানারা বিবি নামের প্রায় ৭০ বছরের এক বৃদ্ধা এবং মফিজা খাতুন নামে এক মহিলা। গুরুতর আহত হন তাঁরাও। বৃদ্ধার দু'টি পা ভেঙে যায়। মাথায় গুরুতর আঘাত লাগে। এবং টোটোতে থাকা মহিলারও একটি পা ভেঙে যায় ও মাথায় গুরুতর আঘাত লাগে।
টোটো চালক মনসুর আলি জানান, টোটো নিয়ে খন্যানের দিক থেকে পান্ডুয়ার দিকে আসছিল। হঠাৎই মারতি গাড়ি বেপরোয়াভাবে গিয়ে তাঁকে ধাক্কা মারে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে ছয়জন যাত্রী নিয়ে আসছিলেন মারুতি গাড়িতে করে। তাঁদের মধ্যে পিরু মল্লিক নামে মারুতি গাড়ির এক যাত্রী বলেন, তাঁদের এক আত্মীয় মারা গেছেন। সেই আত্মীয়র শেষকৃত্য চলছে ত্রিবেনী শ্মশানে। তাঁরা খন্ডগোস থেকে মারতি গাড়ি করে ত্রিবেনী শ্মশানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। হঠাৎই পান্ডুয়ার খন্যানের টোটোর চালক রাস্তার বাঁ দিক দিয়ে যেতে যেতে ডান দিকে চলে আসায়, ধাক্কা লেগে মারুতির সঙ্গে।
মারুতি গাড়ির চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। মারুতিতে চেপে থাকা খণ্ডগোষের বাসিন্দা শীতল সাঁতরা ও পিরু মালিকের অল্প আঘাত লাগে। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক টোটো চালক এবং টোটোতে চেপে থাকা দুই যাত্রীকে তড়িঘড়ি চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করে। মারুতিতে থাকা দু'জন আহত হন। তাঁরা বর্তমানে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে তারা। দুর্ঘটনার মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেছে পুলিশ। পাশাপাশি পলাতক মারুতি গাড়ির চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।