• যান্ত্রিক ত্রুটিতে অজয় নদে থমকে যাত্রী বোঝাই নৌকা, জামুড়িয়ায় চলছে উদ্ধারকাজ
    আনন্দবাজার | ১২ জুলাই ২০২৫
  • বীরভূম থেকে জামুড়িয়ার উদ্দেশে যাত্রা করা একটি যাত্রিবোঝাই নৌকা যান্ত্রিক সমস্যার কারণে অজয় নদের মাঝখানে দাঁড়িয়ে যায়। সিদ্ধপুর পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে পড়ায় বড় ধরনের বিপত্তি দেখা দেয়।

    শুক্রবার সন্ধ্যা নাগাদ নৌকার ইঞ্জিনে যান্ত্রিক সমস্যার কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাইপলাইনে আটকে যায়। এর ফলে নৌকাটি কোনও দিকে এগোতে পারে না। নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় নৌকায় থাকা প্রায় ১২ জন যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ এবং আসানসোল থেকে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

    জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ বীরভূমের দিক থেকে নৌকাটি জামুরিয়ার সিদ্ধপুর-বাগডিহা ফেরি ঘাটের দিকে আসছিল। নৌকার ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় এটি নদের মাঝে থাকা পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে যায়। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকায় থাকা যাত্রীদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, যারা এই পরিস্থিতিতে বিশেষভাবে আতঙ্কিত।

    জামুরিয়া থানার পুলিশ ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পাশাপাশি, আসানসোল থেকে সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৌকাটি পাইপলাইনে আটকে থাকায় এটিকে নিরাপদ জায়গায় সরানোর জন্য বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। উদ্ধারকারী দল নৌকাটিকে পাইপলাইন থেকে মুক্ত করে নিরাপদে তীরে আনার চেষ্টা করছে।

    উদ্ধারকাজ এখনও চলছে এবং প্রশাসনের তরফে জানানো হয়েছে, জলস্তর আরও বাড়ার আগে যাত্রীদের নিরাপদে উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)