• নিহত তৃণমূল নেতার স্ত্রীকে চাকরির ঘোষণা, ভাঙড়কে ‘অস্ত্রমুক্ত’ করার ডাক শওকতের
    প্রতিদিন | ১৩ জুলাই ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: খুনের ৪৮ ঘণ্টার মধ্যে ভাঙড়ের নিহত তৃণমূল নেতার স্ত্রীকে চাকরির ঘোষণা। রাজ্য সরকারের গ্রুপ ডি-র চাকরি দেওয়ার কথা তাঁকে। শনিবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা নিহতের বাড়িতে যান। শোকস্তব্ধ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। এরপর শওকত মোল্লা চাকরি দেওয়ার কথা জানান। বলেন, “মুখ্যমন্ত্রী চাকরির ব্যবস্থা করেছেন। আমরা সোমবার সমস্ত কাগজপত্র জমা দেব।”

    এদিন ‘অস্ত্রমুক্ত’ ভাঙড় গড়ার ডাকও দেন শওকত মোল্লা। তিনি বলেন, “গোটা ভাঙড় জুড়ে কোনও রং না দেখে তল্লাশি অভিযান হোক। অস্ত্র উদ্ধার করতে হবে। নইলে আরও অনেক মায়ের কোল খালি হবে। আইএসএফের বাড়ি থেকে আগেও অনেক বোমা, অস্ত্র উদ্ধার হয়েছে। সমাজবিরোধী আইএসএফ অস্ত্রের কারখানা তৈরি করেছে। বিরোধী দলের কিছু দালাল আছে যারা নোংরামি করে। যারা সমাজবিরোধীদের উৎসাহ দিতে দালালি করে। তাদের বলব দালালি বন্ধ করুন। নোংরামি বন্ধ করতে হবে।” এই ঘটনার নেপথ্যে আইএসএফের যোগসাজশের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “বোমা, গুলিমুক্ত ভাঙড় হোক এটাই চাই। তবে শওকত মোল্লা এখন রাজনীতি করছেন।” সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন রাজ্জাক খাঁ। বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায় দুষ্কৃতীরা। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। জারি রয়েছে তদন্ত। শুক্রর পর শনিবারও ঘটনাস্থল ঘুরে তথ্য সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। মেটাল ডিটেক্টর দিয়ে চলে পরীক্ষা নিরীক্ষা। অভিযুক্তদের খোঁজ পেতে উত্তর কাশীপুর থানার পুলিশ নিহত তৃণমূল নেতার কললিস্টও খতিয়ে দেখছে।
  • Link to this news (প্রতিদিন)