• জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের ভিতর গোখরো সাপের বাসা! উদ্ধারে এল পরিবেশ কর্মীরা
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের ভিতর সাপের বাসা! জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের ভিতর থেকে উদ্ধার করা হল গোখরো সাপের ৮টি বাচ্চা। আজ, শনিবার সকালে জেলের ভিতরে গোখরো সাপের বাচ্চা ঘুরতে দেখে জেল কর্তৃপক্ষ খবর দেয় বন বিভাগ ও পরিবেশ কর্মীদের। পরিবেশ কর্মীরা গিয়ে জেলের পুরনো ভবনের ভিতর থেকে আটটি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করেন। কিন্তু এখনও মা সাপটির খোঁজ মেলেনি। সেটির খোঁজ চলছে বলে জানানো হয়েছে।জলপাইগুড়ির পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানিয়েছেন, "খবর পেয়ে এদিন জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে যাই। জেলের ভিতর গোখরো সাপ বাসা বেঁধেছিল। গোখরোর আটটি বাচ্চা উদ্ধার হয়েছে। মা সাপের খোঁজ চলছে।"
  • Link to this news (বর্তমান)