• আলিপুরদুয়ারে ফের ব্রাউন সুগার উদ্ধার করল পুলিস, গ্রেপ্তার ২ যুবক
    বর্তমান | ১৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে ব্রাউন সুগার উদ্ধার অব্যাহত। বীরপাড়ার পর এবার নিউ হাসিমারা, শুক্রবার রাতে এই এলাকা থেকে ২০০ গ্রাম ব্রাউন সুগার-সহ দুই যুবককে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃত দুই যুবকের নাম কুলদীপ পোদ্দার ও সফিকুল ইসলাম। দু’জনেরই বাড়ি ভারত-ভুটান সীমান্তে জয়গাঁ শহরের ইলিয়াসনগরে। জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা নাগাদ নিউ হাসিমারা বাসস্টপে জয়গাঁ যাওয়ার জন্য গাড়ি ধরার অপেক্ষা করছিল দুই যুবক। তখনই পুলিস তাঁদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় নিষিদ্ধ ওই মাদক। ধৃতদের প্রাথমিক জেরা করে পুলিস জানতে পেরেছে ওই মাদক বাইরে থেকে আনা হয়েছিল। মাদক নিয়ে রাতে ট্রেন থেকে হাসিমারা স্টেশনে নেমেছিল দুই যুবক। হাসিমারা ফাঁড়ির ওসি সঞ্জীব বর্মন বলেন, 'শনিবার ধৃতদের আলিপুরদুয়ারে এনডিপিএস আদালতে পাঠানো হয়েছে।' উল্লেখ্য, গত বৃহস্পতিবার বীরপাড়ার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কের গ্যারগেন্দা সেতুর কাছে পুলিস ২০৪ গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করেছিল।
  • Link to this news (বর্তমান)