' রাজবংশী সম্প্রদায়কে যেন এনআরসির মধ্যে না আনা হয়', জলপাইগুড়িতে বিজেপির জেলা সভাপতির বাড়ি ঘিরে বিক্ষোভ
বর্তমান | ১৩ জুলাই ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: এনআরসি নিয়ে স্বস্তিতে নেই বিজেপি। শনিবার বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতির বাড়িতে বিক্ষোভ দেখালেন বিভিন্ন রাজবংশী সম্প্রদায়ের মানুষজনেরা। যদিও এদিন বাড়িতে জেলা সভাপতি শ্যামল রায় ছিলেন না। বিক্ষোভকারীরা জানিয়েছেন, কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকার এনআরসি কাগজ ধরিয়েছে। সেই কারণেই শনিবারের এই বিক্ষোভ কর্মসূচি। যেহেতু বিজেপির জেলা সভাপতিও রাজবংশী এবং তিনি এই বিষয়ে কোনও মুখ খোলেননি, সে কারণেই তার বাড়ির সামনে বিক্ষোভ বলে তাঁরা জানিয়েছেন। বিক্ষোভকারী রাজু রায় বলেন, "রাজবংশী সম্প্রদায়ের মানুষজনদের এনআরসির মধ্যে যেন না আনা হয়। এটাই আমাদের দাবি। উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ ধরিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের আন্দোলন। এদিন জেলা সভাপতি বাড়িতে ছিলেন না। প্রয়োজনে আমরা এই বিষয় নিয়ে আবার তার কাছে যাব। আমাদের বিক্ষোভের পাশাপাশি এদিন ধর্নাও দেওয়া হয়।"জেলা সভাপতি শ্যামল রায় বলেন, "যে বিষয় নিয়ে তাঁরা এসেছিলেন সেটা আমার এক্তিয়ারে পড়ে না। পুরোপুরি সরকারের বিষয়। সে কারণে আমি কোনও বিবৃতি দিতে পারি না। যদিও এই বিষয় নিয়ে আমাকে জানিয়ে এলে অবশ্যই কিছু আলোচনা করা যেত। তবে এর মধ্যেও আমি কিছু রহস্যের গন্ধ পাচ্ছি।"