• রবীন্দ্র সরোবরে বীভৎস ঘটনা, মহিলা পরিবেশকর্মীকে ফেলে মারধর-গালিগালাজ...
    আজকাল | ১৩ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্র সরোবরে ঢুকে যুবকদের আচরণের প্রতিবাদ করেছিলেন পরিবেশকর্মী সুমিতা ব্য়ানার্জি। বদলে জুটল হুমকি, গালিগালাজ, মারধর। এরপরই এক অভিযুক্তের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন পরিবেশকর্মী সুমিতা দেবী।

    ঘটনা কী হয়েছিল? সুমিতা ব্যানার্জী। পরিবেশকর্মী বলেই দীর্ঘদিনের পরিচিত মুখ। বহু বছর ধরেই রবীন্দ্র সরোবরের ভিতরে পরিবেশের ক্ষয়ক্ষতি জনিত নানা কাজের প্রতিবাদ করে থাকেন তিনি। এবারও প্রতিবাদ করায় মহিলা পরিবেশকর্মীকে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ।

    গত ১০ জুলাই বিকেলে সুমিতা রবীন্দ্র সরোবর গিয়েছিলেন সুমিতা ব্য়ানার্জি। সেখানে গিয়ে তিনি দেখেন, তিন যুবক সরোবরের রাস্তার মাঝে শুয়ে রয়েছেন। তার মধ্যে একজন আবার রেলিংয়ের গায়ের কাছে শুয়ে রয়েছেন। যা দেখেই প্রতিবাদ করেন তিনি। যুবকদের সেখান থেকে সরে যেতে বলেন। বলেন বেঞ্চে গিয়ে বসতে। অভিযোগ, তখনই ওই তিন যুবক তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয়।

    আরও পড়ুন-  ভারতীয় নাগরিকত্বের প্রমাণ: আপনার কাছে কি এই চার গুরুত্বপূর্ণ নথি আছে? তাহলেই...

    এই সময়েই এক ব্যক্তি ওই যুবকদের সমর্থনে সুমিতা দেবীকে কটূক্তি শুরু করেন বলে অভিযোগ। তাদের আরও উস্কানি দেন ওই ব্যক্তি। বলেন, যা খুশি করলেও ওই মহিলা পরিবেশকর্মী কিছুই করতে পারবে না। এরপরই ওই সুমিতা দেবী ওই ব্যক্তির কথায় প্রতিবাদ করেন। তাতেই পরিস্থিতি আরও জটিল হয়।

    আরও পড়ুন- রাতের অন্ধকারে ব্যান্ডেল স্টেশন এলাকার দোকানপাট ভাঙল রেল, রুটিরুজি হারিয়ে হাহাকার ব্যবসায়ীদের

    অভিযোগ, এরপর পরিবেশকর্মী সুমিতা ব্যানার্জিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় অভিযুক্ত ব্যক্তি। সেই সঙ্গেই চলতে থাকে গালিগালাজ। আশপাশের লোকজন ছুটে এসে ওই মহিলা পরিবেশ কর্মীকে মাটি থেকে তুলে ধরেন। অভিযুক্ত ওই ব্যক্তিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তখনও গালিগালাজ অব্যাহত ছিল বলেই অভিযোগ মহিলা পরিবেশকর্মী। এরপরই সুমিতাদেবী রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির বিরুদ্ধে। ডিসি সাউথের অফিসে অভিযোগ করেন।

    পরে পরিবেশকর্মী সুমিতা ব্যানার্জি বলেছেন, "আমি চব্বিশ বছর ধরে কাজ করছি। সকাল ৯টার সময় তিনটি ছেলেকে দেখি মাটিতে বসে আছে। ওরা উঠল না। উল্টে আমায় বলছে বিকেলে এসে দেখবেন। তারপর হঠাৎ করে কোথা থেকে একটা লোক এল। আমায় অশ্লীল গালিগালাজ করল। তারপর বলল যা খুশি তাই করবি। বলল এই মেয়েছেলেটার কোনও কথাই শুনবি না। ও যা খুশি বলে বলুক। আমি প্রতিবাদ করি। তারপর আমায় যা গালিগালাজ করল ভাবতে পারবেন না। আমায় বুকে ধাক্কা মারে। পুলিশে জানিয়েছি। আমি এই ঘটনাটা রবীন্দ্র সরোবর থানায় জানিয়েছি।"
  • Link to this news (আজকাল)