• কলকাতা মেডিক্যাল কলেজে ফের ছাত্রী যৌন নির্যাতনের অভিযোগ, বেআইনি তদন্তের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ সহ ছাত্র-ছাত্রীদের!...
    আজকাল | ১৩ জুলাই ২০২৫
  •  

    আজকাল ওয়েবডেস্ক: ফের মেডিক্যাল কলেজে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে অভিযোগ জানান হয় 'অভয়া সেল' নামে একটি তদন্তকারী কমিটিকে। এটি সম্পূর্ণ বেআইনি বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। খবর মারফত এই 'অভয়া সেল' তৈরী করেছে স্টুডেন্টস বডি৷ ঘটনা জানাজানি হতে তৈরি হয়েছে বিতর্ক।

    হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী অভিযোগ করেন যে তাঁকে বিগত বেশ কিছুদিন ধরে বারংবার অনিচ্ছাকৃত শরীরের বিভিন্ন জায়গায় নানাভাবে হাত দেওয়া হয়। তাঁকে একাধিকবার ছোঁয়ার চেষ্টা করে বেশ কিছু পড়ুয়ারা। সম্প্রতি এমনটাই অভিযোগ দ্বিতীয় বর্ষের ছাত্রীর হাসপাতালের চিকিৎসা বিভাগের কয়েকজন পড়ুয়াদের বিরুদ্ধে। 

    অন্যদিকে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বেআইনি তদন্তের অভিযোগ নিয়ে সোচ্চার হয়েছে কলেজের সিংহভাগ ছাত্রছাত্রীরা। 'অভয়া সেল' নামে যে তদন্ত কমিটি গঠন ও তদন্ত করা হচ্ছে এবং তা কীভাবে সম্ভব হাসপাতালের অনুমোদন ছাড়া, তা নিয়েও অভিযোগ লিখিত ভাবে জমা দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তথা প্রিন্সিপাল ও এম এস ভিপির কাছে বলে হাসপাতাল সূত্রে খবর।

    এ সকল বিষয় নিয়ে প্রথম থেকেই অভয়া সেলের তৎকালীন অন্যতম সদস্য তথা স্টুডেন্ট 'বডিতে এআইডিএসও'র দ্বিতীয় বর্ষের ছাত্র শিবম মন্ডল প্রশ্ন তুলছিলেন। তাঁর সঙ্গে  দ্বিমত তৈরি হচ্ছিল। সমাধান সূত্র বের করার কিছু চেষ্টাও আপাত হচ্ছিল। সেকথা নিশ্চয়ই অভয়া সেলের বাকি সদস্যরা স্বীকার করবে। কিন্তু এতদসত্বেও বাস্তবে অভয়ার নাম নিয়ে এই সেলের কর্মকান্ড যে পথে পরিচালিত হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেই গতকাল ১১ ই জুলাই অভয়া সেল থেকে শিবম পদত্যাগ করে। মেডিকেল কলেজ থেকে সদ্য পাশ করা চিকিৎসক অর্ণব তালুকদার বলেন, 'মেডিকেল কলেজের সকল ছাত্র-ছাত্রীদের কাছে একজন দাদা হিসাবে আমার আহ্বান- অভয়া আন্দোলন তথা আমাদের কলকাতা মেডিকেল কলেজে মুক্ত পরিবেশের যে ঐতিহ্য তাকে রক্ষা করার জন্য সোচ্চার হও।'

     এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজে এ ধরনের ঘটনা একেবারেই অনভিপ্রেত। কলেজে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলেজের স্টুডেন্ট কাউন্সিল রয়েছে যা এনএমসি অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এর গাইডলাইন মেনে চলা উচিত। কিন্তু সেটা আদৌ চলা হয়েছে কিনা সে নিয়ে উঠেছে প্রশ্ন। একই সাথে এই যৌন নির্যাতনের অভিযোগ প্রথমে করা হয় অভয়া সেল নামে একটি তদন্ত কমিটিকে যা একেবারেই বেআইনি বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যার কোন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুমোদন নেই। কেনই বা হাসপাতাল প্রশাসনকে এ ধরনের অবাঞ্ছিত ঘটনার অভিযোগ না দায়ের করে 'অভায়া সেল'কে জানানো হলো তাও খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের শীর্ষ আধিকারিকদের নজরে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। যদি সত্যিই এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

    আরও পড়ুনঃ দীর্ঘ দুই বছর নিখোঁজ থাকার পর বাড়ি ফিরলেন ৭০ বছরের বৃদ্ধ, পাশে ছিল হ্যাম রেডিও, সত্য ঘটনা জানলে চমকে উঠবেন

    তবে হাসপাতাল সূত্রে খবর, এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতালের এক ছাত্র ডিএসও এর সদস্য যিনি 'অভয়া সেল' এর সঙ্গে যুক্ত ছিলেন, তিনি পদত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। তবে এই 'অভয়া সেল' পরিচালিত হয় হাসপাতালের চিকিৎসা বিভাগের ছাত্র-ছাত্রীদের দ্বারা। কিন্তু কোন জাদু বলে এবং কোন ক্ষমতা বলে এই সেল গঠন হলো কেন গঠন হলো যেখানে তার কোন অনুমোদন নেই। বর্তমানে এটি নিয়েও খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

    একই সঙ্গে প্রশ্ন উঠেছে অভিযোগকারী কেনই বা হাসপাতাল কর্তৃপক্ষকে প্রথমে লিখিত অভিযোগ না জানিয়ে এই বেআইনি সংগঠনকে জানানো হয়েছে? হাসপাতাল সূত্রে খবর এ ধরনের ঘটনা প্রকাশ্যে আসতেই একাধিক বিতর্ক ও হাসপাতালে পরিবেশ কলুষিত হয়েছে। চিকিৎসা বিভাগে পড়ুয়াদের একাংশের দাবি এ ধরনের অভিযোগ অভায়া সেল কে জানিয়ে বেআইনি তদন্ত এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অন্ধকারে রাখা হাসপাতালের পরিবেশ কলুষিত করার চেষ্টা চলছে।
  • Link to this news (আজকাল)