ক্লাস সংক্রান্ত কিছু সমস্যার কথা বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে (বালিগঞ্জ ক্যাম্পাস) ভূগোলের স্নাতকোত্তরের দ্বিতীয় সিমেস্টারের শিক্ষার্থীদের কাছ থেকে সই নেওয়া হয়েছিল বলে অভিযোগ।সেই সই পরে বিশ্ববিদ্যালয়ের জনৈক অতিথি শিক্ষকের বিরুদ্ধে কিছু অভিযোগ দাঁড় করাতে ব্যবহার করা হয় বলে দ্বিতীয় সিমেস্টারের শিক্ষার্থীরা লিখিত ভাবে ভূগোলের বিভাগীয় প্রধানকে জানালেন। তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত কিছু পরিচিত নামও এই সই সংগ্রহে জড়িত বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে।
ভূগোলের বিভাগীয় প্রধান সুমনা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, ‘‘বিভাগের ভিতরে কিছু স্বার্থের সংঘাতে এক দলছাত্রছাত্রীকে ব্যবহার করে ভুয়ো কারণ দেখিয়ে সই সংগ্রহ চলছিল। যে ছাত্রছাত্রীরা সই সংগ্রহ করছিলেন, তাঁদের বিষয়ে খোঁজখবর করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত কেউ কেউ এই ইন্ধনে জড়িত বলে অভিযোগ উঠেছে।’’ কলকাতাবিশ্ববিদ্যালয়ের উঁচুতলার নির্দেশেই ভুয়ো কারণ দেখিয়ে সই সংগ্রহের অভিযোগে চতুর্থ সিমেস্টারের পরীক্ষার্থী এক দলের পরীক্ষার ফর্ম পূরণ করা বন্ধ করে দেওয়া হয় বুধবার। তার প্রতিবাদকরতে গিয়ে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলারও সৃষ্টি হয়।
বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাসের নির্দেশে ওই শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে ফর্ম ভরতে দেওয়া হয়েছে। পরীক্ষার পরে তাঁদের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করতে হবে। জনৈক গবেষক এই বিষয়টিতে জড়িয়ে বলে অভিযোগ। তবে তিনি তা অস্বীকার করেছেন।তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের এই ঘটনায় জড়িত থাকা প্রসঙ্গে সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুরভট্টাচার্য বলেন, ‘‘খোঁজ নিয়ে দেখতে হবে।’’
বৃহস্পতিবারই আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউনের শিক্ষাঙ্গনে টিএমসিপি-র ছেলেদের হাতে অন্য শিক্ষার্থীরা আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। তাঁরা বলেন, ‘‘ক্যাম্পাসের গেটে ইউনিয়ন রুমের আদলে টেবিল সাজিয়েই দাপাদাপিচলছিল।’’ এ বিষয়েও তৃণাঙ্কুর বলেন, ‘‘খোঁজ নিয়ে দেখব। কেউ জড়িত থাকলে শাস্তি হবে।’’