সাগরদিঘিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু কর্তব্যরত ট্রাফিক ওসির
প্রতিদিন | ১১ জুলাই ২০২৫
শাহজাদ হোসেন, ফরাক্কা: মুর্শিদাবাদের সাগরদিঘিতে ভয়াবহ দুর্ঘটনা। মালবোঝাই লরির ধাক্কায় মৃত্যু কর্তব্যরত পুলিশের। মৃত্যু হয়েছে ট্রাফিক ওসির। বৃহস্পতিবার রাতের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার শেখদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
মৃত ট্রাফিক ওসির নাম রাজকুমার কর্মকার। বয়স আনুমানিক ৫০ বছর। তিনি জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ ছিলেন। বৃহস্পতিবার শেখদিঘি জাতীয় সড়ক এলাকায় ডিউটি করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সেই সময় বহরমপুরগামী একটি মালবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাজকুমারবাবুকে। অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। গাড়ির চাকায় পিষ্ট হন। বিকট চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা তড়িঘড়ি রাজকুমারকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তীব্র যানজটের সৃষ্টি হয়। পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের সড়িয়ে স্বাভাবিক করা হয় যানচলাচল। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কীভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার পর শোকের ছায়া পুলিশ মহলে।