• দোকানের মধ্যেই মালিককে পিটিয়ে খুন
    দৈনিক স্টেটসম্যান | ১১ জুলাই ২০২৫
  • দোকানে আটা বিক্রি করতে আসার অজুহাতে আগের রাগবশতঃ ক্রেতা খোদ দোকানদারকেই পিটিয়ে খুন করা হলো। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের দেওয়ান দিঘী থানার মাহিনগরে। মাথায় লাঠি দিয়ে মেরে হত্যা করা হয় দোকানদারকে। মৃত দোকানীর নাম সূর্যনারায়ণ মন্ডল (৭১)। যদিও ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার পরও অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুরু হয়েছে পুলিশি তদন্ত।

    চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমত আলোড়ন ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলায় দেওয়ানদিঘি থানার বাঘার – ১ পঞ্চায়েতের মাহিনগর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মাহিনগর গ্রামের বাসিন্দা সূর্যনারায়ণ মন্ডল ওরফে গান্ধী তাঁর বাড়ির পাশেই একটি মুদির দোকানে ছিলেন। ওই গ্রামেরই প্রতিবেশী সুশান্ত মাঝি তার দোকানে আটা বিক্রি করতে আসে। কিন্তু সেই সময় দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ আগের রাগ বশত পরিকল্পনামাফিক একটা বাঁশের লাঠি নিয়ে এসে দোকানদার সূর্যনারায়ণ মন্ডলের মাথায় এলোপাথারি আঘাত করতে থাকে সুশান্ত মাঝি। দোকানদার রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকলে এবং লোকজন আসছে দেখে অভিযুক্ত ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যায়।

    এরপর সূর্যনারায়ণ বাবুর ছেলে ও স্ত্রী এবং প্রতিবেশীরা মিলে তাঁকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)