মুর্শিদাবাদে পথ নিরাপত্তা প্রচারের মাঝেই দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ট্রাফিক ওসির...
আজকাল | ১১ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির মধ্যেই মর্মান্তিক পরিণতি। পথ নিরাপত্তা সচেতনতায় নেতৃত্ব দেওয়া এক পুলিশ আধিকারিকই প্রাণ হারালেন সড়ক দুর্ঘটনায়। বুধবার রাতে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার সাব-ট্রাফিক গার্ডের ওসি রাজকুমার কর্মকার (৪৮) এক বেপরোয়া ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, বুধবার সকালে সাগরদিঘির মোড়গ্রাম সংলগ্ন এলাকায় একটি ছোট দুর্ঘটনা ঘটে। এরপর একটি লরি রাস্তায় খারাপ হয়ে পড়ায় ১২ নম্বর জাতীয় সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত প্রায় ন'টা নাগাদ রাজকুমার কর্মকার আরও কয়েকজন পুলিশ আধিকারিককে নিয়ে একটি রিকভারি ভ্যান সহ ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা খারাপ হয়ে পড়ে থাকা লরিটিকে রাস্তার ধারে সরানোর কাজ তদারকি করছিলেন।ঠিক সেই সময়, প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, একটি বড়সড় ডাম্পার অত্যন্ত দ্রুত গতিতে এসে খারাপ লরিটিকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরে গুরুতর জখম হন রাজকুমারবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বহরমপুর শহরের বাসিন্দা রাজকুমার কর্মকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জঙ্গিপুর পুলিশ জেলা জুড়ে। কর্তব্যরত অবস্থায় এক আধিকারিকের এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মীরা হতবাক ও মর্মাহত। ইতিমধ্যেই জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। সাগরদিঘি থানার পুলিশ দুর্ঘটনায় জড়িত সমস্ত গাড়িকে আটক করেছে এবং ঘাতক ডাম্পারের চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।