মিল্টন সেন, হুগলি,১০ জুলাই: বিপদ বুঝে আগে থেকেই নেওয়া হয়েছিল ব্যবস্থা। তাই কপাল জোরে কোনরকমে রক্ষা পেলো পড়ুয়ারা। স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের ছাদের একাংশ। ঘটনার জেরে ক্ষুব্ধ অভিভাবকরা। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বলাগড়ের নিশ্চিতপুর জুনিয়ার বেসিক স্কুলে।
খবর অনুসারে, পাঁচ দিন আগেও পুরোদমে ক্লাস হয়েছে স্কুল ঘরে। যদিও ছাদ চুঁইয়ে জল পড়ত। বৃহস্পতিবার সেই স্কুল ঘরেই ঘটে গেলো দুর্ঘটনা। আচমকা ঘরের ছাদ ভেঙে পড়ল হুড়মুড় করে। স্বাধীনতার আগে তৈরী হয় স্কুলটি। যত্নের অভাবে স্বাস্থ্য খারাপ হয়েছে। সংস্কারের কাজ হয়নি অনেক দিন হয়ে গিয়েছে। স্কুলের তরফে জরাজীর্ণ স্কুল বাড়ি সংস্কারের আবেদন জানানো হয়েছে শিক্ষা দপ্তর সহ সংশ্লিষ্ট সব জায়গায়।
অভিযোগ এসছে কোনও কাজ হয়নি এখনও। বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিশ্চিতপুর জুনিয়া বেসিক স্কুল। এদিন ছাদ ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই স্কুলে গিয়েছিলেন বলাগড় বিডিও ও শিক্ষা দপ্তরের এস আই। সকলেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবকেরা প্রশাসনের কর্তাদের সামনে পেয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দেন। তাঁদের বক্তব্য, কোনও নিরাপত্তা নেই। কোন ভরসায় বাচ্চাদের স্কুলে পাঠাবেন তাঁরা এই প্রশ্ন ওঠে একাধিকবার। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় স্কুল ঘরের ভেতরে জল পড়ছিল। তাই ওই ঘরে কোন ক্লাস নেওয়া হচ্ছিল না। এদিন স্কুল চলাকালীন হঠাৎ করে ছাদ ভেঙে পড়ে। প্রশাসনের সমস্ত দপ্তরে আগে থেকেই স্কুল বাড়ির বেহাল দশার বিষয়টি জানানো ছিল। প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।