• পুরুলিয়া সীমানায় ঝাড়খণ্ডের বনে আবার মাওবাদী অস্ত্রভান্ডারের খোঁজ, উদ্ধার আইইডি, ডিটোনেটর
    আনন্দবাজার | ১০ জুলাই ২০২৫
  • পুরুলিয়া সীমানা লাগোয়া জঙ্গল থেকে আবার মাওবাদীদের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল যৌথবাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম সিংভূম জেলার সদর শহর চাইবাসার অদূরের জঙ্গলে ওই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

    পশ্চিম সিংভূমের পুলিশ সুপার রাকেশ রঞ্জন জানিয়েছেন, তল্লাশি অভিযানে মোট ১৮টি ‘ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) বিস্ফোরক ও ডিটোনেটর উদ্ধার করেছে সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশের মাওবাদী দমন বাহিনী ‘জাগুয়ার’-এর জওয়ানেরা। অভিযানে অংশ নিয়েছিল জেলা পুলিশের ‘স্পেশ্যাল অ্যাসল্ট টিম’ও। রাকেশের দাবি, নাশকতার উদ্দেশ্যেই বনের পথে আইইডি-ফাঁদ পেতেছিল মাওবাদীরা।

    একদা ‘মাওবাদী মুক্তাঞ্চল’ হিসেবে পরিচিত খুঁটি জেলার জঙ্গলের অদূরেই বৃহস্পতিবারের অস্ত্র উদ্ধারের অকুস্থল। প্রসঙ্গত, গত ৩০ জুন পুরুলিয়া সীমানা লাগোয়া ঝাড়খণ্ডের আর এক জেলা সেরাইকেলা খরসঁওয়ার গোবরগোটা জঙ্গল থেকে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) গোপন অস্ত্রভান্ডার উদ্ধার করেছিল যৌথবাহিনী। তার মধ্যেও ছিল বিপুল পরিমাণ আইইডি এবং ডিটোনেটর।
  • Link to this news (আনন্দবাজার)